চাইনিজ টেক জায়ান্ট ওয়ানপ্লাস খুব কম সময়ে বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছে অন্যতম প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে। সম্প্রতি জানা গিয়েছে, নিজেদের স্মার্টফোনে নতুন একটি ভিন্ন ধরণের সময় উপযোগী ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
খুব শীগ্রই নতুন ফিচারটি লঞ্চ করার পরিকল্পনা করছে ওয়ানপ্লাস । বিএলই ব্যাকংস প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের পাবলিক চার্জিং স্টেশনগুলো খুজে বের করতে সহায়তা করবে । বাহিরে থাকা অবস্থায় স্মার্টফোন চার্জ করার পাবলিক পয়েন্ট খুঁজে পাবেন ও চার্জিং স্টেশনগুলোতে থাকবে সুপার ফাস্ট চার্জিং সিস্টেম ।
মূলত অ্যান্ড্রয়েড ১১ বেটায় ওয়ানপ্লাস ৮ এর সেটিংসে পাবলিক চার্জিং স্টেশন সিস্টেম সম্পৃক্ত কয়েকটি নতুন ফাংশন দেখা গিয়েছে।