চীনা কোম্পানি রিয়েলমি, স্মার্টফোনের হাত ধরেই মার্কেটে এসেছিলো একথা সত্যি। তবে কোম্পানিটি ইতিমধ্যেই ফোনের পাশাপাশি হেডফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক প্রভৃতি লঞ্চ করেছে। সম্প্রতি রিয়েলমি আরও একটি পাওয়ার ব্যাংক ভারতে নিয়ে আসছে, যেখানে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি হবে ১০ হাজার এমএএইচ।
রিয়েলমি এই বছর চীনে ৩০ ওয়াট চার্জিং সাপোর্ট যুক্ত পাওয়ার ব্যাংক লঞ্চ করেছিল। সেইসময় কোম্পানি জানিয়েছিল এই পাওয়ার ব্যাংক সেইসমস্ত ডিভাইসেও ব্যবহার করা যাবে যেখানে ১০ ওয়াট, ১৫ ওয়াট, ১৮ ওয়াট, ২০ ওয়াট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই পাওয়ার ব্যাংকের সামনে টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাংকে LED লাইট দেওয়া হয়েছে, যেটি চার্জিং লেভেল জানাবে।
রিয়েলমি এর ১০ হাজার এমএএইচ এর এই পাওয়ার ব্যাংক ফুল চার্জ হতে ২ ঘন্টা সময় নেয়। এতে ইউএসবি টাইপ সি ও টাইপ এ পোর্ট পাবেন। চীনে এই পাওয়ার ব্যাংকের দাম ছিল প্রায় ২,১০০ টাকা। এখন দেখার বিষয় দেশের বাজারে এই পাওয়ার ব্যাংক কত দামে আসে।