অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরের ৮ তারিখ। অনেকটা অনাকাঙ্খিতভাবেই খবরটি গুগলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বলে জানা যায়।
অ্যান্ড্রয়েড পুলিশ নামের ওয়েবসাইট জানায়, ‘হে গুগল’ শিরোনামে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম সামিট’ চলার সময় স্লাইড শোতে হঠাৎ করেই একটি স্লাইড চলে আসে। স্লাইডটির টাইটেলে লেখা ছিল “চেকলিস্ট ফর সেপ্টেম্বর ৮ অ্যান্ড্রয়েড ১১ লঞ্চ”। তারিখটি বিশেষভাবে উল্লেখ করা ছিল স্লাইডটির উপরের ডান দিকে।
আবার গুগলের মিশেল টার্নার নতুন সংস্করণের পাওয়ার মেনু সম্পর্কে আলোচনার সময় বলেন, সেপ্টেম্বরের ৮ তারিখে আমরা এটি উন্মোচন করতে যাচ্ছি।
এই সংস্করণে নতুন কিছু ফিচার থাকছে। যেমন নোটিফিকেশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে। এছাড়া থাকছে স্মার্ট হোম। জানা যায়, গুগল অ্যান্ড্রয়েডের ১০ম সংস্করণ গত বছর একই মাসের তিন তারিখে উন্মুক্ত হয়েছিলো।