গত বছরের তুলনায় চীনে স্মার্টফোনের চালান কমেছে ১৬ শতাংশ। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি হিসেবে এ খবর জানানো হয়েছে।
এই সংখ্যা থেকে বোঝা যায় করোনা মহামারীর কারণে চীনে হ্যান্ডসেটের চাহিদা কমেছে।
গত জুনে দেশটিতে ফোন তৈরী করা প্রতিষ্ঠানগুলো ২৭.৭ মিলিয়নের হ্যান্ডসেট চালান দেয়। যা গত বছরের জুনে ছিলো ৩২.৭ মিলিয়ন। রাষ্ট্রীয় থিংক ট্যাংক চীনা একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি) জানিয়েছে এমন তথ্য।
একইভাবে চালানে কমতি দেখা দেয় মে মাসেও। ১০ শতাংশ কমে যায় চালান। যা আগের বছরের ৩৬.৪ মিলিয়ন থেকে নেমে আসে ৩২.৬ মিলিয়নে।
তবে করোনা মহামারীতে চলমান স্বাস্থ্য সঙ্কটের মধ্যেও এপ্রিলে চালান বাড়ে ১৭ শতাংশ।
এই সময়ে এমন চাহিদা চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে আবার চাঙ্গা করার সম্ভাবনা তৈরী করে, যা বছরের পর বছর ধরে স্থানীয়ভাবে সঙ্কুচিত হয়ে আসছিল।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে দোকানগুলো পুরোপুরি খুলে দেওয়া অল্প কিছু দেশের একটি চীন। তবে অ্যাপেল বা তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো তাদের স্থানীয় চালান প্রকাশ করেনি।