চলতি অক্টোবরে এলটিই আইফোন ১২ উন্মোচন করতে পারে অ্যাপল। আর নভেম্বরে আসতে পারে ডিভাইসটির ৫জি সংস্করণ।
চীনা সরবরাহ চেইনের বরাত দিয়ে প্রতিবেদনে আইএএনএস বলছে, চলমান করোনাভাইরাস মহামারীর কারণে উন্মোচন অনুষ্ঠানের মূল তারিখ সেপ্টেম্বর থেকে পিছিয়ে নভেম্বরে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যাপল বিষয়ে বিভিন্ন তথ্য ফাঁস করায় নির্ভরযোগ্য ব্যক্তি জন প্রসার বলেন, আইফোন ১২-এর উন্মোচন ইভেন্ট পরে আয়োজন করলে হয়তো অনুষ্ঠানটিতে আরও বেশি মানুষ স্বশরীরে উপস্থিত হওয়ার সুযোগ তৈরি হবে।
এখন পর্যন্ত ধারণা ছিলো, নতুন আইফোনের উন্মোচন ইভেন্টও ‘ডিজিটাল-অনলি’ ফরম্যাটে আয়োজন করবে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের শেষ নাগাদ আইফোন ১২ সিরিজের আওয়তায় কয়েকটি নতুন ডিভাইস উন্মোচন করতে পারে অ্যাপল। থাকতে পারে দুইটি প্রিমিয়াম সংস্করণের আইফোনও।
৬.১ ইঞ্চি বা ৬.৭ ইঞ্চি পর্দার মাপে আসতে পারে আইফোন ১২ প্রো। এই ডিভাইসগুলোতে ১২০ হার্টজের প্রোমোশন পর্দা রাখতে পারে অ্যাপল। বর্তমানে আইপ্যাড প্রো-তে রয়েছে এই পর্দা।
নতুন আইফোনের পেছনে লিডার স্ক্যানারের পাশাপাশি চারটি ক্যামেরা সেন্সর বসাতে পারে অ্যাপল। সম্প্রতি আইপ্যাড প্রো মডেলে নতুন এই লিডার স্ক্যানার যোগ করেছে প্রতিষ্ঠানটি।
খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো ইতোমধ্যেই দাবি করেছেন, চলতি বছরের চারটি আইফোন মডেলেই ওলেদ পর্দা এবং ৫জি সমর্থন থাকবে।