করোনা ভাইরাস শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, গোটা বিশ্বের অর্থনীতিকেই নাড়িয়ে দিচ্ছে। বিশ্বব্যাপী এই অর্থনৈতিক বিপর্যয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কিন্তু ঘরে বসে কাজ করার সুযোগে স্যামসাং’র আয় বেড়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় এই কোম্পানিটি গত বছরের তুলনায় লাভ বেড়েছে ২৩ শতাংশ।
করোনা মহামারি ঘোষণার পর থেকেই অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ উৎসাহিত করেছে। বিশ্বের লাখ লাখ মানুষের ঘরে বসে কাজ করার চাহিদা পূরণে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স পণ্য। ফলে বিগত বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে অনেক।
প্রতিবেদনে বলা হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে গুগল,টুইটার এর পাশাপাশি অনেক প্রযুক্তি নির্ভর কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ করে দেয়। ফলে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বাড়তে থাকে এবং ব্যবসায়ীক মন্দা অবস্থায় স্যামসাং এর আয় বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কম্পিউটার চিপ। যা বিশ্ব বাজারে ধাক্কা দিয়েছিল। এমনকি ডেটা সেন্টারগুলো ঘরে বসে কাজ করার ফলে তাদের কাজের সক্ষমতা বাড়িয়েছে।
এদিকে প্রতিযোগীতার বাজারে টিকে থাকার জন্য স্যামসং নতুন গ্যালাক্সি নোট এবং গ্যালাক্সি জেড ভাঁজ হ্যান্ডসেটগুলি বাজারে আনতে চলেছে। তারা ধারণা করেছে, এই ধরণের স্মার্টফোনগুলো বাজার আগামী দিনের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা পূরণ করবে।