কোয়ালকম স্ন্যাপড্রাগনের ডিজিটাল সিগনাল প্রসেসর (ডিএসপি) চিপে চারশ’ ত্রুটি বের করেছেন গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষকরা। ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা গ্রাহকের ছবি, ভিডিও, কলিং এবং জিপিএস ডেটার ওপর গুপ্তচরবৃত্তি চালাতে পারবেন, এমন শঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর বলছে, বিশ্বের ৪০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই চিপ ব্যবহার করে নির্মাতা প্রতিষ্ঠানগুলো– গুগল, স্যামসাং, এলজি, শাওমি এবং ওয়ানপ্লাসসহ অন্যান্য প্রতিষ্ঠান।
চিপের এই ত্রুটি কাজে লাগিয়ে ডিভাইস অকেজো বা বিপজ্জনক ম্যালওয়্যার ইনস্টল করা সম্ভব বলেও জানিয়েছে চেক পয়েন্ট।
গবেষকরা বলছেন, এই ত্রুটির সুযোগ নিতে ব্যবহারকারীকে শুধু একটি অ্যাপ ইনস্টলের প্রলোভন দেখাতে হবে।