নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ রক্ষায় “প্রয়োজনীয় সব ব্যবস্থা” নেবে চীন, এমনটাই দাবি করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
হুয়াওয়ের ওপর সীমাবদ্ধতা আরও কঠোর করবে বলে চলতি সপ্তাহেই ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এমন দাবি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
মার্কিন পদক্ষেপের ভিত্তিতে ওয়েবসাইটে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রের উচিত তাৎক্ষণিকভাবে নিজেদের ভুল শুধরানো।”
মে মাসেই হুয়াওয়ের ওপর সীমাবদ্ধতা দিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহের সোমবার ওই সীমাবদ্ধতার পরিধি আরও বাড়িয়েছে দেশটি।