করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বে ব্যবসায় বড় পরিবর্তন এসেছে। করোনাপরবর্তী পরিস্থিতি সামাল দিতে ব্যবসা চলমান এবং উন্নতি অব্যাহত রাখতে প্রযুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। গতকাল শনিবার বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজন করে ‘ম্যানেজিং বিজনেস কনটিউনিটি অ্যান্ড গ্রোথ ইন ভিউসিএ ওয়ার্ল্ড’ শীর্ষক এক ওয়েবিনার।
অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আভায়া ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বিশাল আগরওয়াল, ডিওটি পরিচালক মহসিনুল আলম, অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মনিতুর রহমান, লঙ্কা-বাংলা সিকিউরিটিজের মইনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ব্যবসা খাতে প্রযুক্তির রূপান্তর, দক্ষতা বৃদ্ধি ও যুগোপযোগী পরিবর্তনের বিষয়ে কথা বলেন। প্রতিকূল অবস্থায় ব্যবসা সচল রেখে উন্নতি বজায় রাখার জন্য আধুনিক প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
স্নায়ুযুদ্ধের সময় বা আফগান যুদ্ধের সময়কে যেমন ভিউসিএ ওয়ার্ল্ড বলা হতো, বর্তমান ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভিউসিএ অর্থ দাঁড়ায়—ভোলাটিলিটি বা অস্থিরতা, আনসারটেইনিটি বা অনিশ্চয়তা, কমপ্লেস্ট অর্থ জটিলতা ও অ্যামবিগুয়াস অর্থ অস্পষ্টতা।
আলোচনায় আভায়ার আঞ্চলিক পরিচালক ক্ষিতীশ মিশ্র বলেন, বিগডেটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটির মতো আধুনিক প্রযুক্তি বর্তমান সময়ে ব্যবসার ধারাকে সচল রাখতে সাহায্য করতে পারে।
সিটিও ফোরামের সহসভাপতি মহসিনুল আলম ক্লাউড কম্পিউটিং ও কানেকটিভিটির ওপর জোর দেন। তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার বলেন, মহামারি অবস্থায় জনগণ যাতে দপ্তরগুলোয় উপস্থিত না হয়ে সরকারি সেবা পেতে পারে, সে জন্য প্রযুক্তি আবশ্যক।
সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। টেকসই ব্যবসা দাঁড় করাতে ও যুগের চাহিদা মেটাতে আধুনিক প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই।