বড় ডিসপ্লের শক্তিশালী ব্যাটাারির ফোন আনছে মটোরোলা। মডেল মটো জি৯ প্লাস। সম্প্রতি এই ফোনটি একটি ইউরোপিয়ান অপারেটর সাইটে দেখা গেছে।
নেটওয়ার্ক অপারেটর সাইটে মোটো জি ৯ প্লাস কে দেখার অর্থ, মোটোরোলা এই ফোনটিকেও খুব শিগগিরই ছাড়বে। যদিও কিছুক্ষণের মধ্যেই সাইট থেকে মটো জি৯ প্লাসকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে তার আগেই টিপ্সটার, রোনাল্ড কোয়ান্ট এই পেজের স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন।
ওয়েবসাইট অনুযায়ী, মোটো জি ৯ প্লাস ফোনে ৬.৮১ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। এর রেজুলেশন পিক্সেল ২৪০০ x ১০৮০। আবার ফোনের ডিসপ্লে ডিজাইন হপাঞ্চ হোল। এর মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে। যদিও ফোনের প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ফোনে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে। আবার এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
এই ফোনে ব্লুটুথ ৫.০ সাপোর্ট থাকবে। ডুয়েল সিমের মোটো জি ৯ প্লাস অ্যানড্রয়েড ১০ সিস্টেমের সাথে আসবে। এটির ওজন হবে ২২৩ গ্রাম। আবার ফোনটি ব্লু কালারে পাওয়া যাবে। ওয়েবসাইটে মটো জি৯ প্লাসের দাম লেখা ছিল ২৩৫ ইউরো।
এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল।