নিজস্ব সেবা বিক্রির ওপর ১০ শতাংশ ভ্যাট দিতে হবে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে, চলতি বছরের শুরুতেই এমন নীতিমালা কার্যকর করেছে ইন্দোনেশিয়া। এবারে ১০ শতাংশ ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর তালিকায় নতুন করে মাইক্রোসফট এবং আলিবাবা ক্লাউডসহ (সিঙ্গাপুর) আটটি প্রতিষ্ঠানের নাম তুলেছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মাইক্রোসফট ও আলিবাবাকে ভ্যাটের আওতায় নেয়ার মাধ্যমে মোট ৩৬টি বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যক্রমে ভ্যাট আরোপ করল ইন্দোনেশিয়া। গত জুলাইয়ের শেষদিকে অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল ও নেটফ্লিক্সের মাধ্যমে ভ্যাট আরোপের কার্যক্রম শুরু করেছিল দেশটি।
নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতি। ভাইরাসটির প্রাদুর্ভাবে দেশে দেশে আর্থিক সংকট তীব্র হচ্ছে। ভাইরাস মোকাবেলায় অর্থ ঢালতে গিয়ে অনেক দেশের সরকারি তহবিল তলানিতে গিয়ে ঠেকছে। এ অবস্থায় বর্তমান সময় ও ভাইরাসপরবর্তী আয় বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন সরকারপ্রধানরা। যার অংশ হিসেবে আয়ের নতুন নতুন উৎস খুঁজে বের করার পাশাপাশি বিরাজমান খাতে বাড়তে পারে কর আরোপ। এমন লক্ষ্য থেকে ইন্টারনেট জায়ান্টগুলোর ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।