অনলাইন দেশি পণ্যর বিপণন খাতকে আরও শক্তিশালী করতে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম বা উই এর আয়োজনে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল।
শনিবার শুরু হওয়া এই সামিটে দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, অনলাইন ব্যবসা বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রথমদিনের আয়োজনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বাংলাদেশে ভারতীয় নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সৈয়দা মুনিয়া তাসনীম প্রমুখ বক্তব্য রাখেন।
দুই দিনের আয়োজনে ডিজিটাল পেইমেন্ট, নারী ও উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা, সামাজিক ব্যবসা ও উই প্লাটফর্মের ভূমিকা, তৃণমূলের উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও ভেঞ্চার ক্যাপিটাল সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উই এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন এমন ১০ জন নারীকে সম্মেলন উপলক্ষ্যে উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।
উই-এর গ্রুপে কেবল দেশীয় পণ্যগুলোর পরিচিতি নিয়ে পোস্ট করা যায়। পরবর্তীতে ক্রেতারা উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ করে দরদাম ও লেনদেন করতে পারেন।
নিশা বলেন, উই তিন বছর পূর্ণ করেছে। ইতোমধ্যেই এটি ১০ লাখ মানুষের একটি প্লাটফর্মে রূপ নিয়েছে। উই কাজ করছেন সম্পূর্ণ দেশে তৈরি পণ্যের বিপণন নিয়ে। দেশীয় ঐতিহ্যের অনেক পণ্যই হারিয়ে যেতে বসেছিল। এই প্লাটফর্মের মাধ্যমে তার অনেকগুলোই এখন আবার পরিচিতি পাচ্ছে। শীতল পাটি, তালপাখা, মাটির তৈজষ এগুলো হারতে বসেছিল।