নতুন প্রজন্মের ওলেড পর্দা বানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। প্রতি ইঞ্চিতে ১০ হাজার পিক্সেল (পিপিআই) থাকবে নতুন ওলেড পর্দায়, যা এই ধরনের যন্ত্রাংশে আগে কখনও হয়নি।
প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটির জন্য আদর্শ হবে নতুন এই ওলেড পর্দা।
দুই স্তরে আলো ফেলতে সাদা ওলেড ‘ফিল্ম’ বা ফিল্টার ব্যবহার করছে নতুন ১০ হাজার পিপিআই ডিসপ্লে।
ভার্জের প্রতিবেদন বলছে, সাদা আলো রূপালি ফিল্মের পর একটি ‘মেটাসারফেইসে’ প্রতিফলিত হয়, যা এক তরঙ্গদৈর্ঘ্যের চেয়েও ছোট।
বর্তমান বাজারে প্রিমিয়ামসহ বেশিরভাগ স্মার্টফোনে চারশ’ থেকে পাঁচশ’ পিপিআই পর্দা থাকে। পিক্সেল হিসেবের দিক থেকে এই পর্দাগুলো স্যামসাং এবং স্ট্যানফোর্ডের নতুন পর্দার তুলনায় এক শতাংশেরও কম।
এদিকে উন্নত ওলেড টেলিভিশনগুলোর পিপিআই একশ’ থেকে দুইশ’। রঙের ফিল্টারের মাধ্যমে ছবি বা ভিডিওর বিভিন্ন টোন অনুকরণ করে এই পর্দাগুলো।