স্মার্টফোনে কার্ভড বর্ডারের ট্রেন্ড চললেও সম্প্রতি আইফোন ১২ এর মাধ্যমে সেই আইকনিক শার্প বর্ডার ডিজাইনকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছে আ্যপল।
তবে এবার সম্ভবত আইফোন ১২ সিরিজে শার্প বর্ডার ফ্রেম খুব বেশি ভালো এক্সপেরিয়েন্স দিতে পারবে না ইউজারদের। সম্প্রতি নতুন আইফোনের এই শার্প বর্ডার ফ্রেম নিয়ে উঠেছে এসেছে বেশ কিছু অভিযোগ। আইফোন ১২ হাতে পাওয়ার পরপরই অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় আইফোন ১২ সম্পর্কে তাদের অভিমত প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে এবার আইফোন ১২ ডিজাইনের সময় এরগোনোমিক্স ও ইউজার এক্সপেরিয়েন্সের কথা চিন্তাও করেনি আ্যপল।
ইউজাররা বলছেন, তারা আইফোন ১২ ব্যবহারের সময় অনেকেই হাতের আঙুলে এবং তালুতে অস্বস্তিকর চাপ অনুভব করছেন। কয়েকজন আইফোন ইউজার প্রমাণ হিসেবে ফোনটির ধারালো ফ্রেম থেকে সৃষ্ট ক্ষতের ছবিও পোস্ট করেছেন। ভুক্তভোগীরা বলছেন, নতুন আইফোনে ব্যবহারে খুবই অস্বস্তি অনুভব করছি, ফোন বেশিক্ষন হাতে ধরে রাখতে পারছি না। কয়েকজন ইউজার আরও বলেছেন, কাভার/কেস ছাড়া আইফোন ১২ ব্যবহার করা সম্ভব নয়।
যদিও বেশ কয়েকজন ইউজার আবার নতুন আইফোনকে ডিফেন্ড করে বলেছেন, অনেকেই সমস্যাটিকে ‘অতিরঞ্জিত’ করে ফেলছে, তারা শুধু আ্যপলের সমালোচনা করার সুযোগের অপেক্ষায় থাকে। এছাড়া সদ্য বাজারে আসা আইফোন ১২ সিরিজকে নিয়ে এটাই প্রথম কোনো অভিযোগ নয়, কিছুদিন আগে একটি টিয়ারডাউন থেকে জানা গিয়েছে এবার আইফোন ১২ এর ব্যাটারি ক্যাপাসিটি আইফোন ১১ সিরিজের তুলনায় কমিয়ে দিয়েছে আ্যপল। পাশাপাশি প্রসেসরকেও সামান্য ডাউনগ্রেড করা হয়েছে।