স্যামসাং একটা কোরাইয়ান কম্পানি কিন্তু এটা এখন একটা টেক জায়ান্ট যার বর্তমানে মূল পণ্য হলো স্মার্টফোন। তারা এতদিন পর্যন্ত অনেক মডেলের ফোন বানিয়েছে আর সেগুলোর মধ্যে একটি হলো গ্যালাক্সি এস২০ প্লাস। তবে চলুন জেনে নেই এই ফোনের বিশেষত্ব।
এই ফোনে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রোসেসর এবং মেমরিতে থাকছে ১২ গিগবাইটের র্যাম। পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮ গিগাবাইট ও ৫১২ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ ২টি এডিশনের ফোন আছে। আপনি নিজের সুবিধা মত যেকোন স্টোরেজ নির্বাচন করতে পারেন।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ এই ফোনের ডিস্প্লের বিশেষ সুবিধা হলো এর রিফ্রেশ রেট। ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ এই ডিসপ্লে ৬.৭ ইঞ্চি সাইজের এবং সাথে থাকছে কোয়াড এইচডি+, অ্যামোলেড ও এইচডিআর১০+ সুবিধা।
এই ফোনে এক্সটার্নাল স্টোরেজ হিসেবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এখানে সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজের মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে।
ফোনের পেছনে থাকছে ১২ মেগা পিক্সেলের ২ টি ও ৬৪ মেগা পিক্সেলের একটি ক্যামেরা। এই ৩ টি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ দিয়ে ছবি তোলা যাবে। পাশাপাশি এই ফোনের সামনে থাকছে ১০ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যার দ্বারা ৮০ ডিগ্রি ফিল্ড ভিউ দিয়ে ছবি তোলা যাবে।
ব্যাটারি হিসেবে বলার মত তেমন কিছু নেই। ৪৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এই ফোনে।
এই ফোনে থাকছে ৫জি সুবিধা পাশাপাশি এখানে ওয়াইফাই ৮০২.১১ এএক্স, ব্লুটুথ ৫.০, ইউএসবি-সি এবং এনএফসি সুবিধা। ১৮৬ গ্রাম ওজনের এই ফোন ৩টি আলাদা রঙে পাওয়া যাবে মাত্র ১১০,০০০ টাকায়।