ভারতে একাধারে লঞ্চ হয়ে গেল এল জি ডব্লিউ ১১,ডব্লিউ ৩১ ও ডব্লিউ ৩১+। ফোন গুলোর মধ্যে আমরা আলোচনা করব ডব্লিউ ১১ নিয়ে।
প্রথমে আমরা আলোচনা করব এল জি ডব্লিউ ১১ এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটি দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি এইচ ডি ফুলভিশন ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল এর। ফুল এইচ ডির জন্য কোন নেগেটিভ দেখা যায় না। এবার আলোচনা করা যাক এল জি ডব্লিউ ১১ এর ক্যামেরা নিয়ে।
এই মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা। প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর এবং সেকেন্ডারি ক্যামেরাটি ২ মেগাপিক্সেল এর। সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা।লোয়ার বাজেটের কারণে এখানে ক্যামেরা খুব বেশি রেজুলেশন এর দেওয়া হয়নি। এছাড়া এল জি ডব্লিউ ৩১ ও ৩১+ এ ত্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
এবার আলোচনা করা যাক মোবাইলটির হার্ডওয়্যার নিয়ে:
এল জি ডব্লিউ ১১ মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে ২ গিগাহার্জ এর অক্টা কোর প্রসেসর। মোবাইল ফোনটির জন্য দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। এল জি ডব্লিউ ১১ মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। এখানে ৪জি সাপোর্ট করে।ওয়াইফাই, ব্লুটুথ সহ রয়েছে যাবতীয় সুবিধা। উল্লেখ্য মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ফোন স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ৩২ জিবি। মোবাইলটি নতুন আপডেটে আনা হয়েছে। আমরা জানি এল জি ডব্লিউ ১১ মোবাইল একটি লো বাজেটের। এখানে সেই তুলনায় অনেক ভাল ফিচার দেওয়া হয়েছে। ভারতে মোবাইলটির মূল্য নির্ধারন করা হয়েছে ৯৪৯০ রুপি। লো বাজেটের ভাল ফিচার দেখে যদি কেউ মোবাইল ফোন কিনতে চান তাহলে আপনি অবশ্যই এই মোবাইলটি কিনতে পারেন। মোবাইলটি অবশ্যই আপনার ভাল লাগবে।