ভারতে লঞ্চ হয়ে গেল সনি আলফা ৭ সি ক্যামেরার। এই ক্যামেরাকে তৈরী করা হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট, হালকা ফুল ফ্রেম ক্যামেরা হিসেবে। এই ক্যামেরাতে জুম লেন্স দেওয়া হয়েছে ২৬০৬০০। এটি কম শব্দে ৪কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
চলুন দেখে আসি সনি আলফা ৭ সি এর স্পেসিফিকেশন :
এই ক্যামেরাতে ৩৫.৬*২৩.৮ মিলিমিটার এক্সকর্ম আর সি এম ও এস সেন্সর সহ ২৪.২ মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া আছে। এটি বি ও এন জেড এক্স ইমেজ প্রসেসর ব্যাবহার করে এবং আই এস ও ১০০ থেকে ৫১২০০ পর্যন্ত স্থিরচিত্র সরবরাহ করতে পারে। ফুল চার্জ হলে এল সি ডি মনিটরে ১৪০ মিনিটের ভিডিও রেকর্ড করা যায়। ফুল ফ্রেমে এটি ৬০০০*৪০০০ পিক্সেল পর্যন্ত ফটো তোলা যায়। সনি আলফা ৭ সি, এস ডি এ এইচ সি এবং এ ডি এক্স সি মেমোরি কার্ড ব্যাবহার করা যায় এর সাথে। এই ক্যামেরাতে শব্দ কম হয় এবং ফাস্ট ফেস সনাক্ত করা যায় যা ক্যামেরার একটি বিশেষ গুন।রিয়েল টাইম চিত্র সহ বিভিন্ন রকম ডিসপ্লে ফাংশন আছে এউ ক্যামেরাতে। ডিসপ্লেটি ৩ ইঞ্চি টি এফ টি টাচস্ক্রিন ৯২১৬০০ বিন্দু এবং সুইভেল কার্যকারিতা সহ। এই ক্যামেরাটির ওজন মাত্র ৫০৯ গ্রাম। ইউ এস বি টাইপ সি তে দ্রুত ফাইল ট্রান্সফার করা যায় এছাড়া ব্লুটুথ ৪.১, ৩.৫ মিলিমিটার জ্যাক ও ওয়াইফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়।
সনি আলফা ৭ সি এর মূল্য:
সনি আলফা ৭ সি এর মূল্য নির্ধারন করা হয়েছে ১,৬৭,৯৯০ ভারতীয় রুপি এবং সাথে নতুন কিট লেন্স এস ই এল ২৮৬০ নিলে মূল্য হবে ১,৯৬,৯৯০ রুপি।