ফোল্ডিং বা ভাঁজযোগ্য ডিসপ্লের পর এবার রোলেবল বা মোড়ানো ডিসপ্লের স্মার্টফোন বাজার মাতাবে। ইতিমধ্যে অপো এবং টিসিএলের ঘোষণা থেকে এটি জানা গেছে। এলজি ইতিমধ্যে ৬০ হাজার ডলার থেকে শুরু হওয়া হাই-এন্ড সিগনেচার লাইনআপে মোড়ানো টেলিভিশন এনেছে।
এবার কোম্পানিটি ‘রোলেবল’ নামটি ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে এটি স্লাইড আউট ডিসপ্লের স্মার্টফোন হবে। তবে ভবিষৎ ল্যাপটপের জন্যও কোম্পানিটি একই ধারণা বাস্তবায়নের চেষ্টা করছে।
এলজির সর্বশেষ পেটেন্ট আবেদন থেকে নতুন ল্যাপটপের ফর্ম ফ্যাক্টর বোঝা গেছে। এর সাথে যুক্ত রয়েছে ১৭ ইঞ্চির ডিসপ্লে যা মোড়ানো সম্ভব হবে। ডিসপ্লেটি যেকোনো জায়গায় ১৩.৩ ইঞ্চি থেকে ১৭ ইঞ্চি পর্যন্ত আনরোল করা যাবে।
ছবি দেখা আরও দেখা গেছে, এর কিবোর্ড এবং টাচপ্যাডও ভাঁজ করা যাবে। যখন এটি ব্যবহার করা হবে না তখন ভাঁজ করে অল্প জায়গাতে এটি রাখা যাবে।