বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের তৈরি সাইবার সিকিউরিটি ব্র্যান্ড রিভ অ্যান্টিভাইরাস এবার প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় ‘এন্ডপয়েন্ট ক্লাউড’ নামে ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করেছে। এই এন্ডপয়েন্ট ক্লাউড-এর ম্যানেজমেন্ট কনসোলের মাধ্যমে যেকোনো স্থান কিংবা যেকোনো নেটওয়ার্ক থেকে লগইন করে প্রতিষ্ঠানের সকল কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
এন্ডপয়েন্ট ক্লাউড-এর সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি কনসোল থেকে প্রতিষ্ঠানের সকল পিসির ভাইরাস স্ক্যান, ডিভাইস, অ্যাপ্লিকেশন এবং ওয়েব নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে রয়েছে অ্যান্টি-র্যানসমওয়্যার প্রযুক্তি যা নেটওয়ার্ককে র্যানসমওয়্যার আক্রমণ থেকে রক্ষা করবে। এছাড়াও আছে ফায়ারওয়াল, ইমেইল সিকিউরিটি, ভালনারেবিলিটি স্ক্যান, ক্লাউড ডাটা ব্যাক-আপ, ডাটা লস প্রিভেনশনসহ অ্যাডভান্সড সব ফিচার প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। অ্যাক্টিভিটি মনিটরিং ফিচার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে দারুণ সাহায্য করবে। এর এক্সটেনসিভ রিপোর্ট প্রতিষ্ঠানের সকল কম্পিউটারের সার্বিক নিরাপত্তার বিস্তারিত চিত্র তুলে ধরবে।
রিভের গ্রুপ সিইও এম. রেজাউল হাসান এ প্রসঙ্গে বলেন, দীর্ঘ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ধাপ পেরিয়ে এন্ডপয়েন্ট ক্লাউড উন্মোচন করে আমরা ভীষণ আনন্দিত। আমাদের বিশেষজ্ঞ দল প্রতিনিয়ত এর জন্য আরও অ্যাডভান্সড ফিচার নিয়ে কাজ করছে। প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় আমাদের ক্লাউড নির্ভর এই এন্ডপয়েন্ট সিকিউরিটি দারুণভাবে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
রিভ এন্ডপয়েন্ট ক্লাউড সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: www.reveantivirus.com/product/endpoint-cloud । এখান থেকে কোনো প্রতিষ্ঠান চাইলে ফ্রি ডেমোর জন্য নিবন্ধন করতে পারবে।