ইন্টেল এন ইউ সি এম ১৫ ল্যাপটপ পাওয়া যাচ্ছে যার আধুনিক ১১ তম জেনারেশন। কোর আই ৫ এবং কোর আই ৭ উভয়টিই পাওয়া যাচ্ছে।
চলুন আলোচনা করা যা এই ল্যাপটপের স্পেসিফিকেশন :
ইন্টেল এন ইউ সি এম ১৫ ল্যাপটপ এ দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ডিসপ্লে। এবং ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে ১.৭ কেজির কিছুটা কম। এটিতে একটি সি এন সি অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম চ্যাসিস রয়েছে যা ১৪.৯ মিলিমিটার পুরু। দুইটি রং এ পাওয়া যাচ্ছে ল্যাপটপটি শ্যাডো গ্রে এবং ব্ল্যাক। ইন্টেল সংস্থা বলেছে এটিতে ৭৩ ওয়াটের ব্যাটারি যা ১৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক দিবে। ৪ ঘন্টা ভিডিও প্লেব্যাক এর জন্য মাত্র ৩০ মিনিট চার্জ দিতে হবে। আমার কাছে বিষয়টি অসাধারণ লেগেছে। এখানে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬।
ইন্টেল এন ইউ সি এম ১৫ এর মূল্য:
সংস্থা জানিয়েছে যে আলোচ্য ল্যাপটপটি ২০২১ সালের জানুয়ারিতে পাওয়া যাবে। এটির চুরান্ত মূল্য তার কনফিগারেশন এর উপর নির্ভর করবে। তবে বলা যায় এন ইউ সি এম ১৫ ভিত্তিক ল্যাপটপ কোথাও পাওয়া যাবে ৯৯৯ থেকে ১৪৯৯ ডলার।