দেশের ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম স্থাপন কার্যক্রম বন্ধ করতে টেলিকম সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী বছরের সেপ্টেম্বর থেকে ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দিতে হবে সব টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের।
এরই মধ্যে মঙ্গলবার হাউজ অব কমন্সে নতুন টেলিযোগাযোগ সুরক্ষা বিল উন্মোচন হতে যাচ্ছে। নতুন টেলিযোগাযোগ সুরক্ষা বিল হচ্ছে, এই জাতীয় নিষেধাজ্ঞাগুলি আইনটিতে অন্তর্ভুক্ত করার প্রথম পদক্ষেপ। এবং বিলটি সংসদে কীভাবে পাস হবে, তা ঠিক কিভাবে চলবে তার বিশদ বর্ণনা থাকে।
মঙ্গলবার নতুন একটি আইন উন্মোচিত হওয়ার আগেই ইউকে নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে নিষিদ্ধের সিদ্ধান্ত জানাল ইউকে সরকার।
ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন বলেছিলেন, যে তিনি ফাইভ জি নেটওয়ার্ক থেকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ বিক্রেতাদের সম্পূর্ণ অপসারণের জন্য’ চাপ দিচ্ছেন। তবে অনুমতি থাকবে পুরনো সরঞ্জাম বহালের।
যুক্তরাজ্য সরকারের এমন ঘোষণায় কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছে হুয়াওয়ে। নিষেধাজ্ঞা ভেঙ্গে হুয়াওয়ের কোন যন্ত্রাংশ ব্যবহার করলে জরিমান গুনতে হবে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানকে।
চলতি বছরের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে ২০২৭ সালের মধ্যে পুরো ফাইভ জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের কিটটি সম্পূর্ণ অপসারণের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।
সূত্র: বিবিসি