অ্যাপের কারণে মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যায় পড়তে হচ্ছে। এবার ফিলিপাইনের সেবু শহরে এমনই এক অভিনব সমস্যায় পড়েছে এক শিশু ও তার দাদী। দুই বাক্স চিকেন ফাইল এবং ভাতের অর্ডার করতে গিয়েই এই ঝামেলার সূত্রপাত।
জানা যায়, ইন্টারনেট স্লো থাকার কারণে ওই শিশুটি বেশ ঝামেলার পর খাবারের অর্ডার দিতে পেরেছিল। আর অ্যাপের এই প্রযুক্তিগত ত্রুটির ফলে একই খাবারের পার্সেল হাতে একই বাড়িতে পৌঁছালেন ৪২ জন ডেলিভারি বয়। তাদের কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বারাঙ্গায় মাবোলো দিনের ব্যস্ত সময়ে প্রায় থমকে যায়।
পরে জানা গেছে, যেহেতু ইন্টারনেট ধীরগতির ছিল, তাই ওই শিশুটি একই খাবার মোট ৪২ বার অর্ডার দিয়েছিল ওই অনলাইন খাবারের কোম্পানিতে।
যখনই সে দেখে তার দরজার সামনে ৪২ জন ডেলিভারি বয় ৪২টি খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন, স্বাভাবিকভাবেই সাত বছরের শিশুটি ঘাবড়ে যায়।
যেখানে বিল হওয়ার কথা ছিল ফিলিপাইনের মুদ্রায় মাত্র ১৮৯ পিএইচপি, সেখানে তা গিয়ে দাঁড়ায় ৭৯৪৫ পিএইতপিতে। শেষ পর্যন্ত ওই শিশু এবং তার দাদীকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারাই অতিরিক্ত খাবারের প্যাকেটগুলি কিনে নেন।