ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে লাল ফিতার দৌরাত্ম্য আর আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৯ ডিসেম্বর) ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে প্রযুক্তির ব্যবহার ভূমিকা রাখবে।
বর্তমানে বাংলাদেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বিদেশি মুদ্রা আয় করছেন দেশে থেকেই। তাদের সুযোগ-সুবিধা বাড়াতে নানারকম উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ২০২৫ সালের মধ্যে আইটি খাতে মোট ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারিতে লকডাউনের মধ্যেও প্রযুক্তির ব্যবহারে দেশের অর্থনীতি, প্রশাসন, বিচার বিভাগ অনেকটাই সচল ছিল।
এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলা ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণা করেন।