বাংলাদেশকে ঘিরে বড় কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি। এরই অংশ হিসেবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে বেইজিংয়ে অবস্থিত চীনের প্রধান কার্যালয় পরিদর্শনে আমন্ত্রন জানায় প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার বাংলোদেশসহ ১৪ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে শাওমি। এশিয়ান অঞ্চলের একমাত্র রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
চীনা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন এবং ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসিডেন্ট শোও জি চিউ ১৪ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের স্বাগত জানিয়ে শাওমি অফিস পরিদর্শনের পাশাপাশি শাওমির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় শাওমি বাংলাদেশকে ঘিরে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। অনুষ্ঠানে মাহবুব উজ জামান বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজারের বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে জানিয়ে শাওমিকে এ খাতে বিনিয়োগের আহ্বান জানান।