করোনার সময়ে স্মর্টফোন হয়ে গেছে অন্যতম সঙ্গী।কেননা এটা এনে দিচ্ছে সারা বিশ্বের নানান খবরা খবর, বিনোদন আরো কত কি। স্মার্ট ফোন ব্যাবহার করে ঘরে বসেই কাজ করে নিচ্ছেন কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীরা করে নিচ্ছে অনলাইনে পড়াশোনা। তাই এসব কথা চিন্তা করে বাজারে এসেছে মধ্য ক্রয়সীমার ভিভো ফোন ভিভো y50। ভারত ও চীনের পর বাংলাদেশেও নিয়ে এসেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো ।তো চলুন শুরু করা যাক এই ফোনের বিষয়ে।
ভিভো ওয়াই৫০ এর প্রধান আকর্ষণ হলো এর ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লে ডিজাইন। ভিভো ওয়াই৫০ ফোনে আছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পাঁচটি ক্যামেরা। বাংলাদেশ ভিভো ওয়াই ফিফটি পাওয়া যাচ্ছে নীল ওসাদা রঙের।
প্রযুক্তির সাথে সাথে মানুষের চাহিদা বেড়েছে ।তাই মানুষ এখন হাত ফোনেইপেতে চায় ডিএসএলআর এর অভিজ্ঞতা। ফোনগুলোতে যুক্ত হয়েছে আল্ট্রা হোয়াইট ম্যাক্রো ও ডেপ সেন্সরের মত প্রযুক্তি। ভিভো y 5০ফোনের পেছনে আছে কট ক্যামেরা সিস্টেম। সহজ করে বললে এ বিষয়ে বললে ফোনটির পেছনে মোট চারটি ক্যামেরা আছে। রেয়ার ক্যামেরা গুলো হল 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেল এর আল্ট্রা হোয়াইট সেন্সর,13 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা। আল্ট্রা ক্যামেরা টি দিয়ে অনেক বিশাল জায়গা অথবা অনেক মানুষ ধারণ করা যাবে।
এছাড়াও ফোনটিতে রয়েছে ডেপ সেন্সরের ক্যামেরা যাতে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। অর্থাৎ বিষয়বস্তুকে ঠিক রেখে আশেপাশের সব বস্তুকে ঝাপসা করে দিবে এই ক্যামেরা। ভিভো y50 এর সেলফি ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেল এর হোয়াইট ডায়নামিক রেঞ্জ বা এইচডিআর সেনসর ক্যামেরা। এইচডিআর ক্যামেরা কম আলোএবং বেশি আলোর মধ্যে একটি সামঞ্জস্য রেখে ভালো ছবি তুলতে সক্ষম। ভিভো ওয়াই৫০ ফোনে আছে 5000mh এর ব্যাটারি যেটা দিয়ে একই সাথে গেম খেলা, ভিডিও দেখা সহ আরো অনেক কিছু দীর্ঘ সময় ধরে করা যাবে। এছাড়াও আছে 6.5 ইঞ্চি ভিভো আই ভিউ ডিসপ্লে। ভিভো ওয়াই৫০ ফোনে 8 জিবি রেম এর সাথে রয়েছে 128gb স্টোরেজ । ভিভো ওয়াই৫০ ফোনে টাইপ সি পোর্ট রয়েছে। এছাড়াও হেডফোন জ্যাক, মাইক্রোফোন ও স্পিকার হুইল রয়েছে। এছাড়াও 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাক রয়েছে। ভিভো বলছে করোনাকালীন এই সময়ে এতগুলো বৈশিষ্ট্য থাকা সত্বেও সাধ্যের মধ্যে ভিভো ওয়াই৫০ বাজারে আনা হয়েছে।তাই এখন যারা ফোন কেনার কথা ভাবছেন তারা ব্যাটারি সুবিধা, ডিসপ্লে সুবিধা, এসব মাথায় রেখে ভিভো ওয়াই ফিফটি ফোনটি কিনতে পারেন।