আকাশ থেকে পড়েও অক্ষত আইফোন। অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য! টেক পোর্টাল জি ওয়ান জানিয়েছে ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। লিয়েটো নামের একজন ব্রাজিলিয়ান ফিল্ম মেকার একটি প্রোজেক্টের জন্য ছোট বিমান থেকে আইফোন ৬এস মডেল দিয়ে ছবি তুলছিলেন। একটি বিশেষ দৃশ্য শুট করার জন্য জানালা খানিকটা ফাঁক করে মোবাইল বের করেছিলেন তিনি। আচমকাই বিমানের জানালা গলে তার ফোন সোজা নিচে পড়ে যায়।
গেলিয়েটো তার ফোনের মায়া ত্যাগ করে ফেলেছিলেন। কারণ আকাশ থেকে পড়ার পর ফোন-এর ভবিষ্যৎ যে কেউ আন্দাজ করতে পারে। কিন্তু তারপরও সেই ফোনের কোনও ক্ষতি হল না। দিব্যি চলছে। শুধুমাত্র স্ক্রিন-এর উপর কয়েকটা দাগ পড়েছে মাত্র।
গেলিয়েটো জানিয়েছেন, ফোন যখন নিচে পড়ে তখন বিমানটি প্রায় ২০০০ ফিট উঁচুতে ছিল। ফোন-এর লোকেশনে পৌঁছে তিনি অবাক হয়ে যান। ফোন তখনও অন ছিল। স্ক্রিন-এর উপর কয়েকটা দাগ ছাড়া আর কিছুই ক্ষতি হয়নি। গেলিয়েটো জানিয়েছেন, তার ফোন-এ একটি স্ক্রিন প্রোটেক্টর ও সাধারণ সিলিকন কভার লাগানো ছিল।
এই ঘটনার পর অ্যাপলের আইফোন ৬ এর তার ভরসা কয়েক গুণ বেড়ে গিয়েছে। জানালেন গেলিয়েটো।