গত সপ্তাহে থাইল্যান্ডের এনবিটিসি, ভারতের বিআইএস, রাশিয়ার EEC, সিঙ্গাপুরের আইএমডিএ এবং ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল ভিভো ওয়াই ৩১ কে । যার পরেই নিশ্চিত হয়ে যায় এই ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। এবার ভিভো ওয়াই ৩১ কে গুগল প্লে কোনসোল এ দেখা গেল। এখান থেকে ফোনটির প্রসেসর ও ডিজাইন সম্পর্কে জানা গেছে।
গুগল প্লে কোনসোল অনুযায়ী, ভিভো ওয়াই ৩১ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর থাকবে। আবার ফোনটি ৪ জিবি র্যামের সাথে আসবে। এছাড়াও ফোনটি আরও কিছু র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে। আবার ভিভো ওয়াই ৩১ অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে।
এছাড়াও গুগল প্লে কোনসোল থেকে জানা গেছে, এই ফোনের ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ। ফোনটির ডান দিকে ভলিউম বাটন ও পাওয়ার বাটন থাকবে। আবার ভিভো ওয়াই ৩১ এর তলার দিকে থাকবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
জানিয়ে রাখি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্টার্ন্ডার্ন্ডস বা বিআইএস সাইটে ভিভো ওয়াই ৩১ ফোনটিকে V2031 ও V2036 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল। BIS সার্টিফিকেশন পাওয়ার অর্থ অফিসিয়াল লঞ্চের পর ফোনটি ভারতেও উপলব্ধ হবে। এটি একটি বাজেট ফোন হবে।