স্মার্টফোন ব্রান্ড হিসেবে অপো বাজারে ভালই আধিপত্য বিস্তার করে আছে।এবার অপো বাজারে নিয়ে আসছে তাদের নতুন মোবাইল অপো এ১৫ এস।এটা অপো এ১৫ এর আপগ্রেডেড ভার্সন।
তো চলুন জেনে নেয়া যাক কি কি থাকছে এই মোবাইলে।
প্রথমে কথা বলা যাক মোবাইলটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে।
মোবাইলটির সম্পুর্ন প্লাস্টিক বিল্ডে তৈরি।সামনে পিছনে উভয় দিকে এর প্লাস্টিক ।মোবাইলটির ভডি ডাইমেনশন ১৬৪*৭৫.৪*৭.৯ মিলিমিটার।এর ওজন প্রায় ১৭৫গ্রাম।এতে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিম কার্ড।
এবার আসা যাক ডিসপ্লে সেকশন! এতে দেয়া হয়েছে ৬.৫২ইঞ্চির আইপিএস এলচিডি ডিসপ্লে।এর রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেলস । ডিসপ্লে ব্রাইটনেস ৪৮০ নিটস পর্যন্ত।।২৬৯ পিপি আই ডেনসিটি আছে এতে ।
এবার আলোকপাত করা যাক এর হার্ডওয়ার সেকশন!
মোবাইলটি রান করবে অপোর নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ওএস ৭.২ এ যা এন্ড্রয়েড ১০ এর ওপর বেস করে বানানো।এতে সিপিইউ হিসেবে দেয়া হয়েছে মিডিয়া টেক হেলিও পি৩৫।এটি১৩ন্যানো মিটারের একটি অক্টাকোর প্রসেসর ।জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভি আর জিই ৮৩২০।স্টোরেজ অপশনে থাকছে ৪জিবি র্যাম ৬৪জিবি রম।
এবার কথা বলা যাক মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে!
মোবাইলটি তে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা । মেইন ক্যামেরা টি ১৩ মেগা পিক্সেলের একটি সেন্সর।এর সাথে থাকছে ২মেগা পিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের ডেপথ সেন্সর।
ভিডিও করা যাবে ১০৮০পিক্সেলস এ ৩০এফপি এস এ।সামনে দেয়া হয়েছে ৫মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা।এতে ভিডিও করা যাবে ১০৮০পিক্সেলস এ ৩০এফপি এস এ।
এবার আসা যাক এর অন্যান্য ফিচারে! মোবাইলটি তে ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক,লাউডস্পিকার,ব্লথুথ,ওয়াই ফাই এবং রেডিও ।
এবার কথা বলা যাক এর ব্যাটারি নিয়ে! এতে দেয়া হয়েছে ৪৩৫০ মিলিআম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।যাকে চার্জ করতে বক্স এ থাকবে ১০ওয়াট এর একটি চার্জার।
মোবাইলটি তে সিকিউরিটি হিসেবে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআনলক। মোবাইলটি বাজারে রেইনবো সিল্ভার ,ডায়নামিক ব্ল্যাক এবং হোয়াইট কালারে। তবে কবে নাগাদ মোবাইল টি দেশের বাজারে আসবে এবং এর দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নাই।