২০২০ সাল এমন ব্যবহারকারীদের জন্য বেশ আকর্ষণীয় হয়েছে যারা দামি স্মার্টফোন পছন্দ করে। এই বছর অ্যাপল এবং স্যামসাং ছাড়াও আরও অনেক কোম্পানি তাদের দুর্দন্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। আপনি যদি নতুন বছরটি একটি নতুন এবং শক্তিশালী ফিচারযুক্ত কোনও প্রিমিয়াম স্মার্টফোন দিয়ে শুরু করতে চান তবে বাজারে এই মুহুর্তে অনেকগুলি সেরা বিকল্প রয়েছে। আপাতত আসুন, ২০২০ সালের সেরা ৪টি স্মার্টফোন সম্পর্কে জানা যাক, যা মোবাইল ইউজারদের উইশ লিস্টে শীর্ষে ছিল।
আইফোন ১২ প্রো ম্যাক্স
আইফোনের এই নতুন মডেলের দাম 1,29,900 টাকা। আইফোন ১২ প্রো সিরিজের এটি টপ-এন্ড স্মার্টফোন যা 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসে। iOS 14-এ কাজ করা এই ফোনে একটি 6.7-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। সেরেমিক শিল্ড সাথে আসা এই ফোনে, আপনি একটি দুর্দান্ত A14 বায়োনিক চিপসেট পাবেন। ফটোগ্রাফির জন্য ফোনে তিনটি ক্যামেরা রয়েছে। এটিতে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স সহ একটি ওয়াইড এবং একটি টেলিফোটো লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেলের টু্ ডেপথ ক্যামেরা রয়েছে।
স্যামস্যাং গ্যালাক্সি নোট২০ আলট্রা
১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম বর্তমানে Amazon-এ 1,04,999 টাকায় লিস্ট করা রয়েছে। ফোনে 3088×1440 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.9-ইঞ্চির WQHD+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 1TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সপোর্ট করে, এই ফোনে Exynos 990 অক্টা-কোর প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ১০৮মেগাপিক্সেলর প্রাইমারি লেন্স সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ওয়ানপ্লাস ৮ প্রো
ওয়ানপ্লাস ৮ প্রোতে থাকছে ৬.৭৮ ইঞ্চি কিউএইচডি + ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ওয়ানপ্লাস ৮ প্রোর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
শাওমি এমআই ১০ ৫জি
এই ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ৮জিবি পর্যন্ত এলপিডিডিআর ৫ র্যাম + ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ডুয়াল সিম এমআই ১০ -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির এমআই ১১ স্কিন চলবে। এমআই ১০0 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য এমআই ১০ -এ ২0 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।