বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে বলে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে এখন প্রতিটি জেলায় সরকার কারিগরি স্কুল তৈরি এবং ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধান।
সোমবার (০৪ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংযুক্ত হয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দ্বিপাঞ্চলকে সংযুক্ত করার কথা তুলে ধরে সরকার প্রধান মনে করেন করোনায় প্রমাণিত হয়েছে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জে কর্মসংস্থান বাড়াতে কৃষি ও শিল্পায়নে সরকার তার সকল উদ্যোগ পরিচালনা করছে বলেও জানান শেখ হাসিনা।
ক্যামেরার সামনেও মাস্ক না খোলার আহ্বান জানিয়ে সবাইকে স্বস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেলে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী।