ভিভো মোবাইল ২০২০ সালে মোবাইল বিশ্বে বেশ সারা ফেলেছিল। এবার আসছে ভিভো এক্স ৬০ প্রো। যার অসাধারণ লুকিং এবং অত্যাধুনিক ফিচার । চলুন দেখে আসি কেমন দেওয়া হয়েছে এই মোবাইলের স্পেসিফিকেশন:
এই মোবাইলটিতে থাকছে ৬.৫৬ ইঞ্চি বিশিষ্ট ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৩৭৬ পিক্সেল এর। এখানে দেওয়া হয়েছে অ্যামোল্ড প্রযুক্তি। এছাড়া এই মোবাইলটির ওজন হবে মাত্র ১৭৮ গ্রাম যার আয়তন ১৫৮.৫৭X৭৩.২৪X৭.৫৯ মিলিমিটার।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার সেকশন নিয়ে:
ভিভো এক্স ৬০ প্রো এর চিপসেট দেওয়া হয়েছে এক্সিনস ১০৮০। সি পি ইউ থাকছে অক্টাকোর ২.৮ গিগাহার্জ প্রসেসর। এবং জি পি ইউ দেওয়া হয়েছে মালি জি-৭৮। এই ফোনটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যবে একটি হচ্ছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ এছাড়া অপর ভেরিয়েন্টটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে ২ টি সিম ব্যবহার করা যাবে, এই ডিভাইসটি হবে ফ্যাবলেট টাইপের। উক্ত মোবাইলটিতে দেওয়া হবে ৫জি। এই ফোনটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ বেশ ফাস্ট হবে ফোনটি এবং এতে গেমিং এর কোন সমস্যা হবে না , এছাড়া হাই রেজুলেশনের ভিডিও স্ট্রিমিং করা যাবে যাতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। এছাড়া নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস এই ফোনটিতে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা।
এবার আলোচনা করা যাক এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে:
ভিভো এক্স ৬০ প্রো তে দেওয়া হয়েছে ৪ টি রিয়ার ক্যামেরা। যার প্রাথমিক ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল এর ১৩ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর এবং অপর ২ টি ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল এর দেওয়া হয়েছে এর উক্ত ফোনটিতে। ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ৩২ মেগাপিক্সেল এর। ভিডিও রেকর্ড করা যাবে ১০৮০@ ৩০ এফ পি এস।
ভিভো এক্স ৬০ প্রো তে দেওয়া হয়েছে ৪৩০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এবং ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি I বেশ ভালই ব্যাটারি ব্যাকআপ দিবে উক্ত মোবাইলটিতে। মোবাইলটি আমার কাছে বেশ ভাল লেগেছে। ভিভো এক্স৬০ প্রো এর প্রত্যাশিত মূল্য নির্ধারন করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৫০,১৫০ রুপি। কনফিগার ও মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই হবে এই ফোনটি আপনি ও ব্যবহার করে দেখতে পারেন ।