বেশ কিছুদিন আগে শাওমি চায়নাতে লঞ্চ করেছিল রেডমি নোট৯ প্রো ৫জি স্মার্টফোন। আর তারই ধারাবাহিকতায় অফিশিয়ালি ৫ জানুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে শাওমি এমআই ১০আই ৫জি স্মার্টফোন। এছাড়া এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং এবং হাইলাইট ফিচার হচ্ছে ১০৮ মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এর সাথেই থাকছে ১২০ হার্জের হাই রিফ্রেশ রেট।
তাই আজকের আর্টিকেলে আমরা জানবো শাওমির এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে কবে কি দামে ফোনটি লঞ্চ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। ফোনটির পিছনের দিকে থাকছে গ্লাস ম্যাটারিয়াল। তাই দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। এবার কথা বলা যাক ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে। এই ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বামদিকে থাকছে হাইব্রিডস সিম স্লট। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন ও আয়ার ব্লাস্টার। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জাক, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। আবার এই ফোনের সামনের দিকে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। সাথে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেটের সুবিধা। ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই ফোনের সামনে এবং পেছনে উভয়দিকে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন।
এবার কথা বলা যাক ফোনটির পারফর্মেন্স এর ব্যাপারে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৫০জি। যেটি ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং ইনবিল্ড ৫জি সাপোর্ট করবে। আর জিপিইউ হিসেবে থাকছে এডরেনো 619। আর এই স্ন্যাপড্রাগন ৭৫০ কিন্তু মটোরোলা মটো জি ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। তাই পাওয়ারফুল গেমসগুলো হাই গ্রাফিক্সে ব্যবহার করতে পারবেন কোন রকম হ্যাং ছাড়াই। এর সাথে এই ফোনটিতে থাকছে তিনটি ভেরিয়েন্ট। ৬জিবি+১২৮জিবি,৮জিবি+১২৮জিবি এবং টপ ভেরিয়েন্ট ৮জিবি+২৫৬জিবি। আর অপারেটিং সিস্টেম হিসেবে বরাবরের মতো অ্যান্ড্রয়েড ১০ থাকছে। যা রান করবে মিওয়াই১২ এর সাথে।
এবার আসি এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার এর ক্যামেরা নিয়ে। এই ফোনের পেছনে থাকছে বৃত্তাকার আকৃতির কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে থাকছে ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স,২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে ২ মেগা পিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনে থাকছে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।
এবার কথা বলব এই ফোনের সর্বশেষ ফিচার এর ব্যাটারি নিয়ে। ফোনটিতে থাকছে ৪৮২০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি। সাথে থাকছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। আর ফোনটি পাওয়া যাবে গ্রে ও ব্লু ২টি কালার ব্র্যান্ডে। সবশেষে বলবো এমআই ১০ আই ৫জি এর দামের ব্যাপারে। তো ইন্ডিয়ান রুপিতে এই ফোনের বেজ ভেরিয়েন্ট এর দাম হতে পারে ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে। যা বাংলাদেশের বাজারে প্রায় 30,000 টাকার মতো হবে। আর ফোনটি যেহেতু জানুয়ারি মাসের 5 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে তাই বলা যেতেই পারে আনঅফিসিয়ালি জানুয়ারি মাসেই বাংলাদেশে পাওয়া যাবে। আর অফিশিয়ালি ভাবে বাংলাদেশে আসবে কিনা তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তো মোটামুটি এই ছিল শাওমি এমআই ১০আই ৫জি এর ব্যাপারে সর্বশেষ আপডেট।