লেনোভো ল্যাপটপ লাগাতার হিট ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে , এবার আসছে লেনোভো ইয়োগা ৫০০। এই ল্যাপটপটি বেশ অসাধারণ লুকিং নিয়ে আসছে আমাদের মাঝে। যার নজরকাড়া ও মনোমুগ্ধকর ডিজাইন।
চলুন দেখে আসি আলোচিত এই ল্যাপটপটির স্পেসিফিকেশনঃ
এই ল্যাপটপটিতে দেওয়া হবে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে। যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৯২০X১০৮০ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন্ দেওয়া হয়েছে মাত্র ১.৮ কেজি এবং এর আয়তন ৩৪০.০০X২৩০.০০X২১.৫০মিলিমিটার । এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে কোর আই ৭ ৬ জেনারেশন প্রসেসর। এছাড়া এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক। এই ল্যাপটপটি অত্যাধিক ফাস্ট যা একান্ত কাম্য। লেনোভো ইয়োগা ৫০০ ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৪৫ ডব্লিউ এইচ এর ব্যাটারি এবং ৭ ঘন্টার অধিক লাইফটাইম। ব্লুটুথ , ওয়াইফাই ৮০২.১১ এসি , টাইপ সি পোর্ট ৩.০ , ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক সহ রয়েছে যাবতীয় সুবিধা। শুধুমাত্র কালো রং এ পাওয়া যাবে এই ল্যাপটপটি।
লেনোভো ইয়োগা ৫০০ ল্যাপটপ এর এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৬০,৫৯০ রুপি। এই ল্যাপটপটির অসাধারণ কনফিগার দেওয়া হয়েছে আমার বেশ পছন্দ । আপনার পছন্দের তালিকায় ও থাকতে পারে এই ল্যাপটপটি । আপনিও ব্যবহার করে দেখতে পারেন।