মোটোরোলা মোবাইল তার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন ফুটে তোলার কাজ অব্যাহত রেখেছে। মোটোরোলা তার গুণাগুণের জন্যই এত জনপ্রিয়তা লাভ করেছে। তারই নতুন সংযোজন করা হল এবার মোটোরোলা ওয়ান ৫জি এইস। এই মোবাইলটি চলতি মাসেই রিলিজ দিতে চলেছে ।
চলুন এই মোবাইল এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাকঃ
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে থাকছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এলসিডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৫২০ পিক্সেল।
বডিঃ
এই মোবাইলটির ওজন হবে মাত্র ২১২ গ্রাম এবং এর আয়তন হবে ১৬৬.১X৭৬.১X৯.৯ মিলিমিটার। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির। আগ্নেয় ধূসর এবং হিমশীতল সিলভার রং এ পাওয়া যাবে এই মোবাইলটি।
হার্ডওয়্যার:
মোটোরোলা ওয়ান ৫জি এইস এর চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৭৫০ জি ৫জি । সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপি ইউ থাকছে অ্যাড্রিনো ৬১৯। এই ফোনটি ২টি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ এবং অন্যটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া অতিরিক্তভাবে ১টিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। পাবজি , ফ্রিফায়ার, কল অফ ডিউটি এর মত হাই কোয়ালিটির গেম খেলা যাবে কোন রকম সমস্যা ছাড়াই। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০ । ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.০, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। উক্ত মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫জি। মোটোরোলা ওয়ান ৫জি এইস এ দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী যার লাইফটাইম প্রশসনীয়।
ক্যামেরাঃ
মোটোরোলা ওয়ান ৫জি এইস তে দেওয়া হয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ৪৮ গাপিক্সেল এর, ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড, এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে এর উক্ত ফোনটিতে। এই জোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ১৬ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরাগুলিতে রেকর্ডিং করা যাবে ১৮০ পি@৩০/৬০ এফ পিএস। ইউটিউব, টিকটক এর মত ভিডিও করা যাবে এই ফোনটিতে। এছাড়া নেটফ্লিক্স এর মত যায়গা থেকে খুব ভাল ভাবে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
ফিঙ্গারপ্রিন্ট , ফেস আনলক সহ অন্যান্য সুবিধা মিলবে এখানে। এই মোবাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি আমার বেশ ভাল লেগেছে সেটি হল এটি জল প্রতিরোধী। মোটোরোলা ওয়ান ৫জি এইস এর মূল্য নির্ধারন করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৩৪,০৭৩ টাকা। কনফিগার ও মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই হবে এই ফোনটি। মিড বাজেটের মোবাইল ক্রয় করতে চাইলে আপনি এই মোবাইলটি ক্রয় করতে পারেন।