করোনার এই মহামারিতে আসুস ভিভোবুক তাদের এস সিরিজের আরও একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ আসুস ভিভোবুক এস ১৫ লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদের জানাবো এর প্রসেসর, স্টোরেজ, ডিসপ্লে এবং অন্যান্য সব আকর্ষণীয় ফিচার সম্পর্কে। তাই দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
আসুস ভিভোবুক এস ১৫ এর সবচাইতে আকর্ষণীয় ফিচার টি হল এর ডিজাইন। আসুস ভিভোবুক এর প্রত্যেকটা লাইন আপের ল্যাপটপেও ডিজাইনে সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে আসছে। এটিও তার ব্যতিক্রম নয়। এটি পেয়ে যাবেন ব্লু সহ আরো অন্যান্য কালার এর। এই ল্যাপটপ বেসিকালী ইয়াং জেনারেশন কে টার্গেট করেই তৈরি করা হয়েছে। এতে রয়েছে আরগলিব হিনটস মেকানিজম। তাই আপনি যখন ল্যাপটপ অন করবেন তখন এর কিবোর্ডে আপনা-আপনিই উঁচু হয়ে যাবে । ফলে আপনি টাইপিং করতে একটু স্বাচ্ছন্দ বোধ করবেন। এর সাইজ হচ্ছে ১৫.৬ ইঞ্চি এবং ওজন হচ্ছে মোটামুটি ২ কেজি এর মত।তাই ডিজাইনে এই ল্যাপটপটি দেখতে বেশ আকর্ষণীয় ।
এবারে কথা বলি ল্যাপটপের ডিসপ্লে নিয়ে।
আউট অফ দা বক্স এটি বেশ ওয়াস্ট্ আউট লাগে ।এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। এখানে থাকছে ৮৮% স্ক্রীন বডি রেশিও ।এ দিক থেকে বিবেচনা করলে বেজেল খুব একটা বড় না যার কারণে বেশ ইমার্সিভ লুক পাবেন আপনারা। আর থিম বেজেল হওয়া সত্বেও এতে থাকছে আই আর ব্লাস্টার। তাই আপনারা এতে উইন্ডোজ হ্যালো সাপোর্টে পাচ্ছেন। ল্যাপটপটির ডানদিকে থাকছে ডিসিইন যেটাতে আপনারা চার্জ করতে পারবেন। থাকছে একটি ফুল এইচডি এমআই পোর্ট, ৩.৫ এমএমএম একটি অডিও আউটপুট , দুইটি ইউএসবি পোর্ট এবং একটি মাইক্রো এইচডি কার্ড রিডার। বাম পাশে থাকছে দুটি ইউএসবি পোর্ট এবং একটি ব্যাটারি ইন্ডিকেটর। সবমিলিয়ে আসুস ভিভোবুক এস ১৫ আইও পোর্ট পাচ্ছেন। আর ল্যাপটপটি আপনারা যখন ওপেন করবেন তখন দেখতে পাবেন একটি ফুল সাইজ কিবোর্ড সাথে নাম্বার প্যাড। এতে যে স্ক্রিন প্যাডটি রয়েছে সেটি গ্লাস কাভারড।
এবারে কথা বলি ল্যাপটপটির পারফরম্যান্স নিয়ে।
এটি একটি ৮ জেনারেশনের কোর আই ৭ সেভেন এর একটি কোয়াডকোর প্রসেসর। এতে রয়েছে ৮ জিবি রেম এবং ১ টেরাবাইটের একটি স্টোরেজসাথে ১২৮ জিবি এসএসডি। এতে গ্রাফিক্যাল কাজের জন্য এমএক্স ২৫০ জিপিও রয়েছে ডেডিকেটেড এনবিডিআর যার ভিরেম ২ গিগাবাইট এর। এর স্টোরেজ পছন্দ করতে পারবেন আপনার প্রয়োজন মত। বাংলাদেশের বাজারে এর দাম হতে পারে ৭৭০০০ টাকার মতো। তাই যারা এখন ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা আসুস ভিভোবুক এস ১৫ এই ল্যাপটপটি কিনতেই পারেন।