ডেল প্রায়ই চেষ্টা করে কম দামে ভাল মানের ল্যাপটপ দেওয়ার এবং এই ল্যাপটপ্টাও তারই একটা প্রমাণ। চলুন দেখে আসি এই বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপে কী কী থাকছে।
সবার আগে জেনে নেওয়া যাক প্রোসেসর সম্পর্কে। এতে আছে ইন্টেল সেলেরন-৪২০৫ইউ প্রোসেসর যার থ্রেড ও কোর ২টি করে এবং এর বেজ ফ্রিকুএয়ন্সি হলো ১.৮ গিগা হার্য।
পাশাপাশি র্যাম হিসেবে এতে থাকছে ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম ও ৫০০ গিগাবাইটের হার্ড ডিস্ক। এতে একটি অতিরিক্ত র্যাম স্লট আছে র্যাম আপগ্রেডের জন্য এবং একটা এমডট২ স্লট আছে এসএসডি লাগানোর জন্য। এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করে ১৬ গিগাবাইট পর্যন্ত করা যাবে।
এই ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ১৩৬৬x৭৬৮ পিক্সেলের রেজুলেশান সমৃদ্ধ একটি এইচডি ডিস্প্লে। এতে আরও আছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬১০ ও উইন্ডোজ ১০ হোম।
তবে চলুন জেনে নেই এই ল্যাপটপে আপনি কী কী কাজ করতে পারবেন। যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ তাই বেসিক পর্যায়ে আপনি তেমন কিছু করতে পারবেন না। কিছু ওয়ার্ড প্রোসেসিং ও সাধারণ ব্রাউজিং করতে কোন সমস্যা হবে না । কিন্তু যদি ভারী কিছু সফটওয়্যার যেমন ফটোশপ বা আফটার ইফেক্ট একদমই ব্যবহার করতে পারবেন না। কিছু পিসি গেম খেলা যেতে পারে তবে ইমুলেটর ব্যবহারের কথা ভুলে যান। কারণ র্যাম যত বেশিই হোক না কেন ভাল প্রোসেসর অর্থাৎ কোর ও থ্রেড বেশি না হলে ইমুলেটর ঠিকমত চলবেই না।
তাই যারা এডুকেশনাল ব্যবহার জন্য কম দামে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এটা একতা ভাল মানের ল্যাপটপ হতে পারে। পোর্টেবলিটিতেও বেশ ভাল সুবিধা রয়েছে এই ল্যাপটপে। এই ল্যাপটপটি পেতে পারেন প্রায় ২৮ হাজার ৫০০ টাকায় কেননা একেক জ্যাগায় মার্কেট প্রাইস একেক রকম হতে পারে। তবে ২৮ হাজার ৫০০ টাকার আশেপাশেই এটি পেতে পারেন।