আমরা প্রায়শই দুর্বিপাকে পরে যাই কোনটি কিনব ল্যাপটপ নাকি ডেক্সটপ। দুটিই আমাদের দরকার কিন্তু তা সকলের পক্ষে তো আর সম্ভব না। আজকে আমি আপনাদের কিছু তথ্য দিব যাতে আপনি নিজেই বুঝে যান যে কোনটি আপনার জন্য উপযোগী হবে।
আপনি যদি উচ্চচাপের কাজ করেন তাহলে আপনার জন্য অবশ্যই ডেক্সটপ আপনার জন্য সেরা হবে। আর যদি নিম্নমান মানে কম চাপের কাজ করেন তাহলে ল্যাপটপই বেটার আপনার জন্য। ল্যাপটপের তুলনায় ডেক্সটপের মূল্য তুলনামূলক অনেক কম। একই খরচে আপনি উন্নতমানের ডেক্সটপ তৈরী করতে পারবেন। আর আপনি যদি নেট ব্রাউজিং , কোডিং , ফটোশপ এই রকম কাজ করেন তাহলেও আপনি ল্যাপটপ নিতে পারেন। আপনি যদি বেশি ভ্রমণ করে থাকেন তাহলে ল্যাপটপ হবে আপনার জন্য সেরা। অনেক কাজ খুব গুরুত্বপূর্ণ থাকলো কিন্তু আপনার বিদ্যুৎ এর সমস্যা হল এমন ভাবলে আপনি ল্যাপটপ নিতে পারেন।
ডেক্সটপ এর নষ্ট হলে সহজেই আপনি মেরামত করতে পারবেন কিন্তু ল্যাপটপ নষ্ট হলে অনেক খরচের ব্যাপার আছে যা অনাকাঙ্ক্ষিত। ল্যাপটপ কিনলে আপনাকে বাজেট বাড়িয়ে কিনতে হবে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবেনা। ডেক্সটপ এ গেম খেলতে চাইলে গ্রাফিক্স কার্ডে আপনি অনেক ভাল কোয়ালিটির গেম খেলতে পারবেন কিন্তু ল্যাপটপ এ তা পারবেন না। এখন কোনটি কিনবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটি নির্ভর করবে পুরোপুরি আপনার কাজের ওপর।