জনপ্রিয় ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পেইন্টিং অ্যাপ টিল্ট ব্রাশের কোডের উৎস উন্মুক্ত করেছে টেক জায়েন্ট গুগল। এর মাধ্যমে যেকেউ এই অ্যাপের সম্পাদনা ও মান উন্নয়নের কাজ করতে পারবে।
গুগল জানিয়েছে, টিল্ট ব্রাশ ডেভেলপিংয়ে আর শ্রম দেবে না তারা। অন্যান্য ওপেন সোর্স অ্যাপ বা সফটওয়্যারগুলোর মতোই কমিউনিটি ডেভেলপাররা এই প্রকল্পকে এগিয়ে নেবেন।
২০১৬ সালে অ্যাপটির আনুষ্ঠানিক সূচনা করে গুগল। টিল্ট ব্রাশ দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) আবহে ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি আঁকা যায়। ২০১৫ সালে টিল্ট ব্রাশ তৈরি করা ডেভেলপারদের মধ্যে অন্যতম ছিলেন পেট্রিক হ্যাকেট। কয়েক সপ্তাহ আগে পেট্রিক গুগল ছেড়ে চলে যাওয়ার পরই এমন ঘোষণা এলো।
ফেইসবুক ও অ্যাপল যেখানে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) নিয়ে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদার করেছে, সেখানে গুগল জনপ্রিয় একটি সেবার মনোনয়ন বন্ধ করে দিয়েছে। এমনকি এর উৎস ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘটনা অবাক হওয়ার মতোই।