আসুস এবার লঞ্চ করেছে খুব সস্তার একটি ল্যাপটপ কিন্তু এর ফিচার খুবই চমৎকার।এর নাম হলো আসুস এক্স৫৪০-ই১-৬০১০।আজকে আমি আলোচনা করব এই ল্যাপটপের যাবতীয় সব কিছুর সম্পর্কে। তাই দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
এটি একটি আসুসের নিউ ব্র্যান্ড ল্যাপটপ।মাত্র ২২ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে আসুসের এই নতুন ল্যাপটপ। মডেল এক্স ৫৪০-ই১-৬০১০। সাশ্রয়ী দামের এই ল্যাপটপটি বেশ হালকা-পাতলা। ফলে এটি সহজেই বহনযোগ্য। ল্যাপটপটিতে রয়েছে, এএমডি ওয়ান-৬০১০ মডেলের ১.৩৫ গিগাহার্জের প্রসেসর। ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ব্যাকলিট কি-বোর্ড। মাল্টিমিডিয়া প্লে করার জন্য এতে রয়েছে ডিভিডি রিরাইটেবল ড্রাইভ।দ্রুত গতির কার্যসম্পাদনের জন্য এতে ৪ জিবি ডিডিআর থ্রি র্যাম রয়েছে। স্টোরেজের জন্য আছে ৫০০ জিবির সাটা হার্ডডিস্ক।
এবার একথা বলেন এর কালার ভেরিয়েন্ট নিয়ে। এটি পাওয়া যাবেন মাত্র একটি কালার ভেরিয়েন্ট এ।ফ্রি ডস সম্বলিত ল্যাপটপটি সিলভার কালারে বাজারে পাওয়া যাবে। দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
আসুস এর এই ল্যাপটপটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই সাশ্রয়ী দামে ল্যাপটপ টি কিনতে পারেন।