পরীক্ষামূলক বিভিন্ন অত্যাধুনিক ফিচারের জন্য চীনা ব্র্যান্ড জেডটিই এর বেশ সুনাম রয়েছে। তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ জেডটিই অ্যাক্সন ২০’তে প্রথমবারের মতো আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করায় বেশ প্রশংসা কুড়িয়েছিলো কোম্পানিটি। সেই প্রসংশার ধারা বজায় রাখতে এবার নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ জেডটিই অ্যাক্সন ৩০ সিরিজে প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে জেডটিই। সম্প্রতি কোম্পানির একজন কর্মকর্তা এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানিয়েছেন, জেডটিই এর আপকামিং ফ্ল্যাগশিপ জেডটিই অ্যাক্সন ৩০প্রো ৫জি ফোনটিতে থাকবে একটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর, যা ০.১ লুমেন্সেও (আলোর তীব্রতার এক) ভালোভাবে ছবি তুলতে সক্ষম হবে। অন্যদিকে চীনা টিপস্টার WHYLAB এর দাবি, জেডটিই অ্যাক্সন ৩০প্রো ৫জি’তে স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হবে। এছাড়া এই সেন্সরটির বেশ কিছু ফিচারও ইতোমধ্যে লিক হয়েছে অনলাইনে।
লিক তথ্য অনুসারে, ০.৬৪ মাইক্রনের পিক্সেল দিয়ে তৈরি সেন্সরটির আকার হবে ১/১.৩৭ ইঞ্চি। যা কিনা স্যামসাংয়ের বর্তমান ১০৮ মেগাপিক্সেলের সেন্সরের থেকেও আকারে ছোট। আর এই সেন্সরে দুটি মোডে ছবি তোলার অপশন থাকবে। ৫০ মেগাপিক্সেল মোডে সেন্সরটি ‘৪ ইন ১ পিক্সেল বাইনিং’ প্রযুক্তি ব্যবহার করবে। আবার ১২.৫ মেগাপিক্সেল মোডে সেন্সরটি “১৬ ইন ১ পিক্সেল বাইনিং” প্রযুক্তি ব্যবহার করবে।
জানা গিয়েছে জেডটিই অ্যাক্সন ৩০প্রো ৫জি ফোনটি ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ সহ আসবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০পি বা ১৪৪০পি হতে পারে। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আবার এতে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ব্যবহার করা হবে।