ল্যাপটপের জগতে একটি বিশ্বস্ত নাম হল লেনোভো। দীর্ঘ দিন ধরেই লেনোভো ল্যাপটপ আমাদের সেবা দিয়ে আসছে। এবার লেনোভো ল্যাপটপ নতুন উদ্যমে আমাদের মাঝে নিয়ে আসছে লেনোভো ভি ১১০ ল্যাপটপটির। একনজরে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ল্যাপটপে।
লেনোভো ভি ১১০ ল্যাপটপে দেওয়া হবে ১৫.৮ ইঞ্চি বিশিষ্ট এল ই ডি ডিসপ্লে এবং যার স্ক্রিন রেজুলেশন হবে ১৩৬৬X৭৬৮ পিক্সেল। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এম ডি ডুয়েল কোর এ৬-৯২১০ প্রসেসর এবং র্যাম হবে ৪ জিবি। র্যামের স্পিড হবে ২১৩৩ মেগাহার্জ। উক্ত ল্যাপটপটির ক্লক স্পিড হবে ২.৪ গিগাহার্জ ও গ্রাফিক্স দেওয়া হবে এ এম ডি রেডিয়ন আর ৪। লেনোভো ভি ১১০ ল্যাপটপটির সাথে হার্ডডিস্ক দেওয়া হয়েছে ১ টিবি। উক্ত হার্ড ডিস্কটি হবে সাটা এবং হার্ড ডিস্ক এর স্পিড হবে ৫৪০০ আর পি এম। বেশ ফাস্ট হতে চলেছে এই ল্যাপটপটি। উক্ত ল্যাপটপের ও এস ভার্সন দেওয়া হয়েছে ১০।
এছাড়া এই ল্যাপটপটির ব্লুটুথ দেওয়া হয়েছে ৪.১, ওয়াইফাই ৮০২.১১, ইউ এস বি পোর্ট ২.০ দেওয়া হয়েছে ১ টি এবং ইউ এস বি পোর্ট ৩.০ ২টি। এবং এখানে দেওয়া হয়েছে ৪ সেলের ব্যাটারি।
লেনোভো ভি ১১০ ল্যাপটপটি শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে। ল্যাপটপের জন্য ওয়েব ক্যামেরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই কথা মাথায় রেখে লেনোভো ভি ১১০ অসাধারণ ওয়েব ক্যামেরা রেখেছে। যার মাধ্যমে এইচ ডি ভিডিও কলিং করা যাবে। এছাড়া আরো থাকছে ডুয়েল স্পিকার যার দ্বারা সুন্দরভাবে কথা বলা যাবে।
লেনোভো ভি ১১০ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ২৪,৫০০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ২৮,৫২৭ টাকা।