স্মার্টফোন আর ভাত দুইটা জিনিসের ভেতর স্পেসিফিক ভাবে আমরা তেমন কিছু অনুমান করি না। কিন্তু কেমন হয় যদি স্মার্টফোন সম্পর্কে আমরা আলাদা ভাবে জানি বা শিখি ? সে জন্যই এই আর্টিকেলে শেয়ার করা হলো স্মার্টফোন নিয়ে অবাক করা কিছু ফ্যাক্ট !
১. অ্যান্ড্রোয়েডের আবিষ্কারের ভুল তথ্যঃ
আমরা অনেকেই জেনেছি যে ‘এন্ড্রোয়েড’ তৈরী করেছে ‘গুগল’। যেটা একেবারে মিথ্যা একটি খবর। আসলে তৈরী হওয়ার কয়েক বছর পরে ‘গুগল’ তাদের কাছ থেকে এন্ড্রোয়েড কিনে নেয়। এন্ড্রোয়েড মূলত তৈরী করে চারজন বিদেশী ব্যাক্তি। যাদের নাম হচ্ছে এন্ডি রুবিন, রিচ মাইনার, নিক সার্স এবং ক্রিস হোয়াইট। আরেকটি অবাক করা ব্যাপার হচ্ছে তারা এই এন্ড্রোয়েড মূলত তৈরী করেছিলো তখনকার সময়ে ‘ডিজিটাল ক্যামেরা’ ব্যাবহারের জন্য। পরে আস্তে আস্তে এটি স্মার্ট ফোনে ব্যাবহার হওয়া শুরু করে।
২. স্যামসাং এর বেশি অর্থ আসে আইফোন থেকেঃ
বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডের দৌড়ে ‘স্যামসাং’ সবার উপরে এটা সবারই জানা। সেই সাথে ‘স্যামসাং’ এর চাহিদা ক্রেতাদের কাছে কতটা জনপ্রিয় সেটাও সবার জানা। যে কারনে প্রতিবছরই ‘স্যামসাং’ তাদের নতুন নতুন ফোনগুলো থেকে ভালো মানের অর্থ আয় করে। কিন্তু আপনারা হয়তো জানেননা ‘স্যামসাং’ তাদের নিজেদের ফোন বিক্রি করে যে অর্থ আয় করে, তার চেয়ে তারা বেশি অর্থ আয় করে ‘আইফোনে’র ফোন বিক্রি হলে। অবাক হলেও, ‘আইফোনে’র ফোন বিক্রির মাধ্যমে লাভ বেশি হয় ‘স্যামসাং’ এর। কারন, ‘আইফোনে’র স্মার্টফোন গুলোর কিছু পার্টস ‘স্যামসাং’ এর হয়ে থাকে। যে কারনে সেই ফোন বিক্রির কিছু লভ্যাংশ তারা আদায় করে।
৩. আইফোন প্রথমে অন্য একটি কোম্পানির কাছে ছিলোঃ
বিশ্ববিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ‘অ্যাপলে’র ‘আইফোনে’র ব্যাপারে কে না জানে। বর্তমানে অনেক চাহিদা নিয়ে বিক্রি হচ্ছে ‘আইফোন’। আপনারা অনেকেই জানেননা এই ‘অ্যাপল’ ব্র্যান্ড প্রথমে অন্য একটি কোম্পানির কাছে ছিলো। যেটির নাম ছিলো ‘সিসকো’। অর্থাৎ ‘অ্যাপল’ ব্র্যান্ডের ট্রেডমার্ক প্রথমে ছিলো ‘সিসকো’ কোম্পানির কাছে।
৪. স্মার্টফোন চার্জ থেকে কারেন্ট বিল বাচানোঃ
আমরা অনেকেই থাকি যাদের ফোন প্রতিদিন ২/৩ বার করে চার্জ দিয়েই থাকি। অনেকে এর বেশিও দিয়ে থাকি। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকেই হয়তো জানেনা যে তাদের স্মার্টফোন যদি দিনে একবার চার্জ করা হয়, তাহলে এক বছরে তাদের কারেন্ট বিল অনেক কম আসবে। আসলে স্মার্টফোন চার্জের ফলে ইলেকট্রিসিটির উপর অনেক প্রেসার পরে। বিশেষ করে ফাস্ট চার্জারগুলোতে। এজন্য দিনে একবার চার্জ করলে সেটা স্মার্টফোনের জন্যও ভালো এবং সেই সাথে বিদ্যুৎ বিলও অনেকটা বাচবে।
৫. স্মার্টফোনে সবচেয়ে বেশি চালানো হয় গেইমসঃ
আমরা অনেকেই স্মার্টফোন ব্যাবহার করে থাকি যার যার কাজে। অনেকে গেইমিং এর জন্যও ব্যাবহার করে থাকে এটাও সবার জানা। কিন্তু, আপনারা জানেন কি স্মার্টফোন ব্যাবহারকারীদের ৭০% লোকই গেইমস খেলার জন্য স্মার্টফোন ব্যাবহার করে। অন্য সাধারন কাজের জন্য মাত্র ৩০% লোকেরাই স্মার্টফোন ব্যাবহার করে।