কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে শুরু হয়েছে ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে এক লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। এছাড়াও ২টি তৃতীয় পুরস্কার (২৫ হাজার টাকা ) এবং ৫টি অনারেবল মেনশন (১০ হাজার টাকা পুরস্কার) থাকছে প্রথম বারের মতো আয়োজিত ভাষা-প্রযুক্তি বিষয়ক এই প্রতিযোগিতায়।
সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় তরুণ গবেষক ও ডেভেলপারদের কাছ থেকে ‘ডেটাসেট’, ‘মডেল’ কিংবা ‘ওয়ার্কিং-প্রটোটাইপ’ (প্রথম ধাপে ধারণাপত্র ও দ্বিতীয় ধাপে রিসোর্স) জমাদানের আহ্বান করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
আগামী ৯ মার্চ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে এখান থেকে নিজেদের কাজ ও ধারণা জমা দিতে পারবেন আগ্রহীরা।
বিসিসি সূত্রে জানা গেছে, জমাকৃত ‘ডেটাসেট’, ‘মডেল’ কিংবা ‘ওয়ার্কিং-প্রটোটাইপ’ থেকে একটি সংক্ষিপ্ত তালিকা করবেন প্রযুক্তিবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল। সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার পর প্রতিযোগী ব্যক্তি/দলকে তাদের কাজ ভার্চুয়ালি উপস্থাপন করতে হবে। যা থেকে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত কর্মগুলোকে তাদের রিসোর্স (প্রোটেটাইপ, সোর্সকোড বা সমতুল্য) গুগল ড্রাইভ (বা সমতুল্য) রিপোজিটরিতে জমা দিতে হবে। একইসঙ্গে ভার্চুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মটি উপস্থাপন করতে হবে। জমাদানকৃত সোর্সকোড ও প্রেজেন্টেশেনের মাধ্যমে বিচারক প্যানেল চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করবেন।
বিসিসি কর্তপক্ষ জানিয়েছে, চূড়ান্ত মনোনীত রিসোর্সগুলো উন্নয়নকারীর/উদ্ভাবকের আইপিআর রক্ষা করে ওয়েবে উন্মুক্ত করা হবে।
প্রসঙ্গত, মেশিন ট্রান্সলেশন, স্পিচ টু স্পিচ ম্যাশিন ট্রান্সলেশন, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, ওপিনিয়ন মাইনিং, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিকস, ফেইক নিউজ/ডিজইনফরম্যাশন ডিটেক্টশন, টেক্সট সামারাইজিং, টেক্সট স্কোরিং, ওসিআর, হ্যান্ডরাইটিং রিকগনিশন, ক্যাপশন জেনারেশন, বাজওয়ার্ড এক্সট্রাকশন, কি-ওয়ার্ড স্পটিং ইন স্পিচ, স্টোরি প্লট প্রেডিক্টশন, হিউমার রিকগনিশন, অথরশিপ অ্যাট্রিবিউশন, স্টাইলোমেট্রিক অ্যানালাইসিস, মেলডি ম্যাচিং, কোয়েশ্চন আনসারিং, চ্যাটবট, টপিক মডেলিং/ টেক্সট ক্লাসিফিকেশন, স্পেল চেকিং, প্যারাফ্রেইজ ডিটেক্টশন, এনইআর, পিওএস ট্যাগিং, সেনটেন্স পারসিং, ওয়ার্ড এম্বেডিংস, ওয়ার্ড-নেট, সাইন ল্যাংগুয়েজ রিকগনিশন, কিবোর্ড ফর লো-রিসোর্স ল্যাংগুয়েজ, কম্পিউটার ভিশন, হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, লোকালাইজেশন, ডিজাইন ফন্ট এবং সমধর্মী অন্যান্য বিষয়ে এই প্রতিযোগিতায় ধারণা ও প্রোটোটাইপ নিয়ে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা ।