এসার ল্যাপটপের নতুন সংযোজন করা হল এসার অ্যাসপায়ার ৭ ল্যাপটপটির। এই ল্যাপটপের দেওয়া হয়েছে উন্নত প্রযুক্তি যা আমাদের সবার কাম্য। এই ল্যাপটপটি দুর্দান্ত হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
এসার অ্যাসপায়ার ৭ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে এবং যার রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এর আয়তন হবে ৩৬৩.৪X২৫৪.৫X২২.৯০ মিলিমিটার। উক্ত ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.১৫ কেজি। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে রাইজেন ৫০০০ সিরিজের প্রসেসর এবং র্যাম হবে ৮ জিবি। এছাড়া স্টোরেজ দেওয়া হয়েছে ৫১২ জিবি এস এস ডি কার্ড। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস জিটিক্স ১৬৫০। ক্লক স্পিড হবে ২.১০ গিগাহার্জ। বেশ ফাস্ট হতে চলেছে এই ল্যাপটপটি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ব্লুটুথ , ওয়াইফাই ৬, টাইপ সি ইউ এস বি পোর্ট, টাইপ ইউ এস বি টাইপ এ ৩.২ পোর্ট এবং ২.০ এইচ ডি এম আই পোর্ট। এসার অ্যাসপায়ার ৭ ল্যাপটপে দেওয়া হয়েছে ডুয়েল মাইক্রোফোন এবং ভিডিও কলিং এর জন্য দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর একটি অসাধারণ ফ্রন্ট ক্যামেরা, কি বোর্ড ব্যাকলাইট। এসার অ্যাসপায়ার ৭ এ দেওয়া হয়েছে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। উক্ত ব্যাটারিতে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। বিষয়টি আমার খুব ভাল লেগেছে।
এসার অ্যাসপায়ার ৭ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৬৩,৩৪০ টাকা।