আসুসের টি ইউ এফ সিরিজের এ বছর বেশ কয়েকটি ল্যাপটপ আমরা লঞ্চ হতে দেখেছি। আসুস টি ইউ এফ এর এবার একটি গেমিং ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে। সেই ল্যাপটপটি হচ্ছে আসুস টি ইউ এফ ড্যাশ এফ ১৫। উক্ত ল্যাপটপটির গর্জিয়াস লুকিং যে কার ও নজর কাড়তে সক্ষম হবে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গেল এই ল্যাপটপটির।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
আসুস টি ইউ এফ ড্যাশ এফ ১৫ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি আই পি এস ডিসপ্লে। এছাড়া এই ল্যাপটপটির আয়তন দেওয়া হয়েছে ৩৬০X২৫২X১৯.৯ মিলিমিটার এবং ওজন দেওয়া হয়েছে মাত্র ২ কেজি। উক্ত ল্যাপটপটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ২৪০ হার্জ এছাড়া ১৪৪ হার্জ এ ও পাওয়া যাবে। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৩২ জিবি। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৭০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ১ টি বি এর এস এস ডি। এছাড়া এই ল্যাপটপটির ক্লক স্পিড দেওয়া হয়েছে ১৩৯০ মেগাহার্জ, এইচ ডি এম আই দেওয়া হয়েছে ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এছাড়া দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬। আসুস টি ইউ এফ ড্যাশ এফ ১৫ ল্যাপটপে দেওয়া হয়েছে ৭৬ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ভিডিও প্লেব্যাক দিবে ১৬ ঘন্টা পর্যন্ত। এখাবে আরো দেওয়া হয়েছে ২০০ ওয়াটের পাওয়ার অ্যাডাপটার যা ১০০ ওয়াটের পি ডি চার্জ সাপোর্ট এ আসে। এই ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ, আপনি যদি এই ল্যাপটপটি কিনতে ইচ্ছা করেন তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
আসুস টি ইউ এফ ড্যাশ এফ ১৫ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ১,৩৯,৯০০ রুপি যার বাংলাদেশী মূল্য হবে ১,৬২,৪৬৪ টাকা।