এসার ল্যাপটপ বাংলাদেশের জন্য অতি জনপ্রিয় একটি ল্যাপটপ ব্র্যান্ড। এসার এর ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি খুব ভাল হয়ে থাকে তা শুধুমাত্র ব্যবহারকারীরাই ভাল করে বুঝতে পারবে। এসার এবার আমাদের মাঝে হাই কনফিগারের একটি গেমিং ল্যাপটপ নিয়ে আসছে এবং সেটি হচ্ছে এসার নাইট্রো ৫ (২০২১)। সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গেল এই ল্যাপটপটির।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এসার নাইট্রো ৫ (২০২১) ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এছাড়া এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৩০ কেজি। উক্ত ল্যাপটপটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৫ ১০ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ১৬ জিবি। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৬০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ২ টি বি এর এছাড়া আরো থাকছে ২৫৬ জিবি এস এস ডি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর অত্যাধুনিক ক্যামেরা। ভাল মানের পারফর্ম করার জন্য দেওয়া হয়েছে ডুয়েল ফ্যান। এর জন্য ব্যবহারকারী খুব সুবিধা পাবে। এসার নাইট্রো ৫ (২০২১) ল্যাপটপে দেওয়া হয়েছে ৫৭.৫ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ১০ ঘন্টা পর্যন্ত। এই ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ, আপনি যদি এই ল্যাপটপটি কিনতে ইচ্ছা করেন তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে উক্ত ল্যাপটপটি।
এসার নাইট্রো ৫ (২০২১) এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ৮৯,৯৯৯ রুপি যার বাংলাদেশী মূল্য হবে ১,০৫,০০০ টাকা।