উইনফিউচার নামের একটি সাইটে ২৩ মার্চ বাজারে আসতে যাওয়া ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রোর পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এসব ছবিতে ফোন দুটির বিভিন্ন দিক ও রঙের বৈচিত্র্য দেখা যায়। খবর দ্য ভার্জ।
এর আগে চলতি সপ্তাহে ওয়ানপ্লাসের এক টিজার ভিডিওতে ওয়ানপ্লাস ৯-এর সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।
প্রকাশিত ছবিগুলোতে ওয়ানপ্লাসের দ্বারা প্রকাশিত ছবির পাশাপাশি গত বছরের শেষদিকে প্রকাশ পাওয়া প্রোটোটাইপ ছবিও দেখানো হয়। সেখানে দেখানো হয়, ওয়ানপ্লাস ৯ প্রো ৬ দশমিক ৭ ইঞ্চির হালকা বাঁকানো ডিসপ্লে সংবলিত ও ওয়ানপ্লাস ৯ ৬ দশমিক ৫ ইঞ্চির সমান্তরাল ডিসপ্লে সংবলিত।
উইনফিউচার জানায়, ওয়ানপ্লাস ৯-এ ইস্পাতের পরিবর্তে সম্ভবত প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হবে। তবে শুধু ছবির ওপর ধারণা করে এমনটা নিশ্চিত করা কঠিন।
প্রকাশিত এসব ছবিতে আরো দেখা যায় যে ওয়ানপ্লাস ৯ এবং ৯ প্রো দুটি ফোনেই হাসেলব্ল্যাড ব্র্যান্ডের ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেরই মূল ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৭৮৯ সেন্সর। যদিও এর আগে ওয়ানপ্লাস সিইও এক টুইটারে জানিয়েছিলেন ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেল এর আইএমএক্স৭৬৬ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হবে। ছবিতে দেখা যায়, ওয়ানপ্লাস ৯ প্রো স্টার্ডি ব্ল্যাক, অলিভ গ্রিন ও মেটালিক সিলভার রঙে পাওয়া যাবে। আর ওয়ানপ্লাস ৯টি ব্ল্যাক, লেইড-ব্যাক ব্লু ও পার্পল রঙে পাওয়া যাবে।