ভারতের বাজারে প্রথম কোনো স্মার্ট টিভি নিয়ে এল শাওমির সাব-ব্রান্ড রেডমি। এক্স সিরিজের তিনটি স্মার্ট টিভির নাম হলো রেডমি স্মার্ট টিভি এক্স৫০, রেডমি স্মার্ট টিভি এক্স৫৫, রেডমি স্মার্ট টিভি এক্স৬৫। তিনটি মডেলেই রয়েছে আল্ট্রা এইচডি ৪কে রেজল্যুশনের এলইডি ডিসপ্লে।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ও বিল্ট ইন ক্রোমকাস্ট চালিত তিনটি টিভিতে ফিচার হিসেবে রয়েছে ভিভিড পিকচার ইঞ্জিন ও রিয়েলিটি ফ্লো, যা টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
এছাড়াও রেডমির এক্স রেঞ্জের টিভিগুলোতে ১২-বিট ডলভি ভিশন ফরম্যাট পর্যন্ত এইচডিআর সাপোর্ট করবে। টিভি তিনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের কোয়াড কোর প্রসেসর, এছাড়া থাকছে ২জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৩০ ওয়াট স্পিকার সমৃদ্ধ টিভি তিনটি সাপোর্ট করবে ডলবি অডিও, ডিটিএস-এইচডি অডিও, ডিটিএস-ভার্চুয়াল এক্সসহ বিভিন্ন সাউন্ড ফরম্যাট।
কানেক্টিভিটির জন্য এ তিনটি টিভিতে থাকছে এইচডিএমআই ২.১ পোর্ট তিনটি, দুটি ইউএসবি পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ৫০ ইঞ্চি স্ক্রিনের রেডমি স্মার্ট টিভি এক্স৫০-এর দাম ৩২ হাজার ৯৯৯ রুপি (৩৫ হাজার ৬০০ টাকা), ৫৫ ইঞ্চি স্ক্রিনের রেডমি স্মার্ট টিভি এক্স৫৫-এর দাম ৩৮ হাজার ৯৯৯ রুপি (৪৫ হাজার ৬০০ টাকা) এবং ৬৫ ইঞ্চি স্ক্রিনের রেডমি স্মার্ট টিভি এক্স৬৫-এর দাম ৫৭ হাজার ৯৯৯ রুপি (৬৭ হাজার ৮০০ টাকা)।
অ্যামাজন ও শাওমির অনলাইন স্টোর থেকে ২৬ মার্চ গ্রাহকরা টিভিগুলো কিনতে পারবেন।