আগামী ২৩ মার্চ বহুল প্রত্যাশিত স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসতে যাচ্ছে চাইনিজ ব্র্যান্ড ওয়ানপ্লাস। যদিও কোম্পানিটির পক্ষ থেকে এর ফিচার নিয়ে কোনো ধারণা দেয়া হয়নি। তবে এরই মধ্যে স্মার্টওয়াচটির কিছু ফিচার ইন্টারনেটে ফাঁস হয়েছে। এর ফাঁস হওয়া ফিচার থেকে জানা যায়, ঘড়িটিতে ৪৬ মিলিমিটার আকারের বৃত্তাকার ডায়াল এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ঘড়িটির সাহায্যে স্মার্টফোনের মিউজিক কন্ট্রোল করা যাবে এবং কানেক্টেড ফোনের নোটিফিকেশনও দেখা যাবে। এছাড়া ঘড়িটিতে রক্তের অক্সিজেন স্তর পরিমাপের জন্য এসপিও২ সেন্সর, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং সেন্সর থাকতে পারে। স্মার্টওয়াচটিতে থাকছে ধুলা ও পানি প্রতিরোধী আইপি৬৮, যা ব্যবহারকারীদের সাঁতারের পারফরম্যান্স ট্র্যাক করতেও সক্ষম হবে। স্মার্টওয়াচটিতে থাকতে পারে দ্রুত চার্জ প্রযুক্তি, যা মাত্র ২০ মিনিট চার্জে একদিনের ব্যাটারি লাইফ দিতে পারবে এর ব্যবহারকারীদের।
ওয়ানপ্লাস সিইও পিট লাউ এক ব্লগ পোস্টে জানান, ওয়াচটিতে থাকছে একটি নতুন স্মার্টওয়্যার অপারেটিং সিস্টেম ‘আরটিওএস’ (রিয়েল টাইম অপারেটিং সিস্টেম)। ওয়ানপ্লাস ওয়াচ এলটিই এবং নন-এলটিই এ দুটি ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। এলটিই মডেলটি ব্যবহারকারীকে ঘড়িটির মাধ্যমে কল করা এবং কল রিসিভ করার সুবিধা দেবে। কালো ও রুপালি এ দুটি কালারে পাওয়া যাবে ওয়ানপ্লাস স্মার্টওয়াচটি। জিএসএম এরেনা