আসুস ল্যাপটপ চলতি মাসে বেশ কয়েকটি ল্যাপটপ বিভিন্ন বাজেটের লঞ্চ করছে আমাদের মাঝে। আসুস রগ সিরিজের বেশ কয়েক রকম ল্যাপটপ ও থাকছে তাদের মধ্যে। আজকে আমরা আলোচনা করব আসুস রগ স্ট্রিক্স স্কার ১৭ জি৭৩৩ ল্যাপটপটি নিয়ে। বেশ ব্যয়বহুল ল্যাপটপ হতে চলেছে এটি। এর বিল্ড কোয়ালিটি ও খুব ভাল দেওয়া হয়েছে। চলতি মাসেই লঞ্চ করা হবে এই ল্যাপটপটির।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
আসুস রগ স্ট্রিক্স স্কার ১৭ জি৭৩৩ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৭.৩ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এছাড়া এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৭০ কেজি। উক্ত ল্যাপটপটির আয়তন হবে ৩৯.৫X২৮.২X২.৩৪ সেন্টিমিটার। এটি মূলত একটি গেমিং ল্যাপটপ হতে চলেছে। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এম ডি রাইজেন ৯ ৫৯০০ এইচ এক্স প্রসেসর এবং র্যাম হবে ৮ জিবি। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৭০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ১ টিবি এস এস ডি। আসুস রগ স্ট্রিক্স স্কার জি৭৩৩ ল্যাপটপটির ক্লক স্পিড দেওয়া হয়েছে ৩.৩ গিগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর ক্যামেরা। আসুস রগ স্ট্রিক্স স্কার ১৭ জি৭৩৩ ল্যাপটপে দেওয়া হয়েছে ৯০ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি। এই ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ।
আসুস রগ স্ট্রিক্স স্কার ১৭ জি৭৩৩ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ২,৩৪,৯৯০ রুপি যার বাংলাদেশী মূল্য হবে ২,৭৪,৩৮৫ টাকা।